নির্বাচনী প্রচারের শেষলগ্নে পাণ্ডবেশ্বরে অদিতি মুন্সি
Aditi Munshi at Pandabeswar

The Truth of Bengal: হাতে আর মাত্র একটা দিন সময়, পঞ্চায়েতে নির্বাচনী প্রচার চলছে জোরকদমে। জেলাস্তরে প্রচারে নেমেছেন তারকা থেকে হেভিওয়েট মন্ত্রিরাও। বৃহস্পতিবার প্রচারের শেষ দিনে পাণ্ডবেশ্বরের ফরিদপুর ব্লকের গৌরবাজারে দেখা গেল তৃণমূলপ্রার্থীর হয়ে প্রচার করতে সঙ্গীতশিল্পী অদিতি মুন্সিকে। তিনি জানিয়েছেন, নির্বাচনী প্রচারের অংশ হতে পেরে তিনি খুশি।
বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনী প্রচারের শেষ দিন। ফলে, সবপক্ষই অন্তিম প্রচার ময়দানে ঝড় তোলার চেষ্টা করছেন। গত কয়েক দিনে দেখা গিয়েছে, জেলাস্তরে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করতে তারকা থেকে হেভিওয়েট মন্ত্রিদের। বৃহস্পতিবার, দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার এলাকায় দেখা গেল সঙ্গীতশিল্পী অদিতি মুন্সিকে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করতে। এদিন সকালে হুড খোলা গাড়িতে চেপে শ্রীকৃষ্ণপুর গ্রাম থেকে জমজমাট মিছিলে সামিল হন অদিতি। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।
সেই সঙ্গে ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখার্জি সহ অন্যান্য তৃণমূল নেতানেত্রীরা। অদিতি প্রচার করেন, দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার ও শ্রীকৃষ্ণপুরে জেলা পরিষদের তৃণমূল প্রার্থী চুমকি মুখার্জির সমর্থনেও। অন্যদিকে অন্ডালের উখড়া এলাকায় নির্বাচনী প্রচারে ছিলেন বিজেপির প্রার্থীরা। বাজারে সব্জির দাম চড়া। তার প্রতিবাদে লঙ্কা, উচ্ছে, পটলের মালা পড়ে প্রতিবাদে নির্বাচনী প্রচার চালান বিজেপির প্রার্থী থেকে স্থানীয় নেতারা।