‘টার্গেট’ দিলেন অভিষেক, কীসের- দেখুন…
Abhishek has set a 'target' for the party leaders to win the upcoming Lok Sabha elections

The Truth of bengal: নিজের কেন্দ্রে প্রচার শুরু করার আগে রুদ্ধদ্বার প্রস্তুতি বৈঠক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিষ্ণুপুরের আমতলায় ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় নেতাদের নিয়ে প্রথম বৈঠক করেন অভিষেক। আসন্ন লোকসভা নির্বাচনে জয়ের জন্য দলীয় নেতাদের ‘টার্গেট’ বেঁধে দিয়েছেন অভিষেক। ‘টার্গেট’ পূরণ না করতে পারলে স্থানীয় দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে তাঁদের পদ থেকে সরিয়েও দেওয়া হতে পারে।
২০১৯-লোকসভা এবং ২০২১-এক বিধানসভা ভোটে ডায়মন্ড হারবার বিধানসভার অনেকগুলি বুথে লিড পায়নি তৃণমূল। এত উন্নয়ন ও পরিষেবা দেওয়া সত্ত্বেও ওই বুথগুলিতে কেন তৃণমূল লিড পায়নি সেই কারণ খুঁজে বের করতে হবে। যদি সাংগঠনিক কোনও খামতি থাকে তা অবিলম্বে মেরামত করতে হবে। মানুষের সঙ্গে কথা বলে জানতে হবে তাঁদের সমস্যার কথা। দ্রুত সেই সমস্যা মেটাতে হবে। ওই সব এলাকায় রাজ্য সরকার ও সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী কি কাজ করেছেন, তা তুলে ধরতে হবে মানুষের সামনে। এদিন দলের নেতাদের সঙ্গে বৈঠকে সেই নির্দেশ দিয়েছেন অভিষেক।
দলের অন্যতম তারকা প্রচারক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গোটা রাজ্যে ঘুরতে হবে। ফলে তিনি নিজে অনেক কম সময় দিতে পারবেন তাঁর নিজের কেন্দ্রে। এই প্রসঙ্গে অভিষেক দলীয় নেতাদের মনে করিয়ে দেন, আগামী দু’মাস রাস্তায় থেকে মানুষের জন্য কাজ করতে হবে। নেতা-কর্মীদের তাঁর পরামর্শ, এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে বোঝাতে হবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা। জানাতে হবে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে।
ডায়মন্ড হারবার পুরসভার চারটি ওয়ার্ডে গত নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হয়েছিল। এত উন্নয়ন সেখানে পৌঁছে দেওয়ার পরও কেন খারাপ ফল হয়েছিল ওই ওয়ার্ডগুলিতে তা জানতে চান অভিষেক। এবার সেই ফলের পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য এখন থেকে ঝাঁপিয়ে পড়তে হবে দলের নেতাদের। ওই ওয়ার্ডগুলিতে লোকসভা নির্বাচনে তৃণমূল লিড না পেলে তার দায়িত্ব নিতে হবে কাউন্সিলর এবং প্রেসিডেন্টদের। তাঁদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।