রাজনীতি

সোমবার প্রশাসনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Abhishek Banerjee's administrative meeting on Monday

The Truth of Bengal: আজ নিজের সংসদীয় এলাকার প্রশাসনিক বৈঠক করবেন অভিষেক বন্দোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নাগরিক পরিষেবা এবং উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে সবিস্তার আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে। পাশাপাশি, যে সব কাজ এখনও শেষ হয়নি, তা নিয়েও আলোচনা হতে পারে। ওই বৈঠকে উপস্থিত থাকবেন ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভার বিধায়ক, জেলা পরিষদের সকল সদস্য, পঞ্চায়েত সমিতির সকল সদস্য, পুর এলাকার কাউন্সিলররা, দলীয় পদাধিকারী এবং বিভিন্ন দফতরের আধিকারিক এবং বাস্তুকাররা। দলীয় সূত্রের খবর, লোকসভা ভোটের আগে এই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারকে সব সময় বিশেষ নজরে দেখেন অভিষেক। করোনাভাইরাসের সংক্রমণের সময় ডায়মন্ড হারবার এলাকা জুড়ে দুঃস্থ মানুষদের খাবার পৌঁছে দিতে কর্মসূচি নিয়েছিলেন তিনি। সঙ্গে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে প্রতি বছর এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন। পাশাপাশি, নিজের লোকসভা কেন্দ্রের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘এক ডাকে অভিষেক’ নাম দিয়ে গত দু’বছর এই হেল্পলাইন শুরু করেছেন অভিষেক। যার মাধ্যমে এলাকার বিভিন্ন ব্যক্তি তাদের সমস্যা বা চাহিদার কথা এখানে জানান।

বিস্তারিত আসছে………

Related Articles