
The Truth of Bengal: ৩বছরে রাজ্যে ২০হাজার কোটি টাকা লগ্নি প্রস্তাব মুকেশ আম্বানির। বাংলার ভূয়সী প্রশংসায় বিশ্বখ্যাত শিল্পপতি। তাতেই গোঁসা বিরোধী শিবিরের।এবার আম্বানিকেই কটাক্ষ করে বসলেন দিলীপ ঘোষ।দিলীপের কটাক্,শিল্পপ্রকল্প টিকিয়ে রাখার জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মুকেশ আম্বানি।বাংলা বিরোধী মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে।অভিজ্ঞতার ঝুলি ভরানো রিলায়েন্স গ্রুপ বাংলা শিল্পমুখী পরিবেশ-পরিকাঠামো দেখে অভিভূত।সোনার বাংলার স্বপ্নসন্ধানী এই পশ্চিমবঙ্গের বিকাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানী।
রাজ্যে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা রিলায়েন্স গোষ্ঠীর শীর্ষ কর্তার। আগামী ৩ বছরে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন মুকেশ আম্বানি। আম্বানীর এই ঘোষণায় স্পষ্টতই বাণিজ্য সম্মলনে উচ্ছ্বাস-উল্লাস আলাদা মাত্রা পায়।আশায় বুক বাঁধা মানুষ শিল্পের হাত ধরে আগামীর পথ খুঁজে নেওয়ার চেষ্টা করছেন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,আর্ন্তজাতিক মাণের শিল্পগোষ্ঠীর এই বিনিয়োগের সিদ্ধান্তে বেশ খুশি। আম্বানী যখন শিল্পের দরিয়ায় নতুন করে তরী ভাসাতে উদ্যোগী তখন তাঁকে অশালীন ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের।
দিলীপের কটাক্ষ, ‘এখানে না আসলে বাকি ব্যবসাগুলো চলতে দেবে না,তাই ’ ‘যেগুলো আছে টিকিয়ে রাখার জন্য তেল মারছেন মুকেশ আম্বানি’। তৃণমূল নেতৃত্ব বলছেন,গুজরাটে বিরোধী দল সেরাজ্যে বিনিয়োগ হলে খুশি হয়।টাটার কারখানা সানন্দে গড়ার প্রস্তাবে বিজেপি বিরোধী কংগ্রেস স্বাগত জানায়,আর এরাজ্যের দুর্ভাগ্য বিজেপি রাজনীতি করার জন্য শুধুই বাংলার বিরোধিতা করে। বিরোধিতার জন্য বিরোধিতা করে আসলে গেরুয়া শিবির মুখ পোড়াচ্ছে বলেও তোপ দাগছেন তৃণমূল নেতৃত্ব।
Free Access