রাজনীতি
Trending

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ কংগ্রেস সাংসদের, উঠল সমালোচনার ঝড়

A storm of criticism arose from Congress MPs who mocked Prime Minister Narendra Modi

The Truth of Bengal : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেসের সাংসদ। কংগ্রেসের ইশতেহারের বিরুদ্ধে মন্তব্য করেন নরেন্দ্র মোদি। আর সেই মন্তব্যের বিরুদ্ধে এবার কটাক্ষ করলেন কংগ্রেসের সাংসদ প্রমোদ তিওয়ারি।

উল্লেখ্য, গত ৫ই এপ্রিল লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ইশতেহার প্রকাশ করে কংগ্রেস। ইশতেহারের নাম দেয় ‘ন্যায় পত্র’। এই ইশতেহারে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প অবলুপ্তি করা এবং জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। এছাড়াও ৫০ শতাংশ অবধি জাতিভিত্তিক সংরক্ষণ ও ৩০ লক্ষ সরকারি শূন্য পদের নিয়োগ, ২৫ লক্ষ টাকা অব্দি ক্যাশলেস স্বাস্থ্যবিমা, এছাড়াও ক্ষমতায় এলে কংগ্রেস এক বছরের অ্যাপ্রেন্টিনশিপ ডিপ্লোমা শুরু করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে। দেশের সংখ্যালঘুরা পোশাক, খাবার, ভাষা ও ব্যক্তিগত আইনের স্বাধীনতা পাবে। এলজিবিটিকিউআইএ প্লাস-দের বিবাহের জন্য আইন আনা হবে বলেও জানানো হয়েছে ইশতেহারে। নির্বাচনের স্বচ্ছতা আনতে ইভিএম ও ব্যালট পেপার কে একসাথে ব্যবহার করার পরিকল্পনা আছে বলে জানিয়েছে, এই ন্যায় পত্রে।

শনিবার রাজস্থানের আজমীরের একটি সমাবেশ থেকে নরেন্দ্র মোদী এই ইশতেহারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন যে এই এই ইস্তেহারে মুসলিম লীগের ছাপ রয়েছে, এদের একটি অংশ বামপন্থীদের দ্বারা প্রভাবিত। কংগ্রেস গতকাল যেভাবে তাদের ইস্তেহার প্রকাশ করেছে তাতে এটা প্রমাণ হয়ে যায় যে কংগ্রেস বর্তমান ভারতের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। স্বাধীনতা সংগ্রামের সময় মুসলিম লীগের যেরকম চিন্তা ভাবনা প্রচলিত ছিল আজকের কংগ্রেসের প্রকাশিত ইশতেহারে সেইরকম একই চিন্তাভাবনা প্রতিফলিত হয়েছে। ইশতেহার সম্পূর্ণরূপে মুসলিম লীগ এবং বামপন্থীদের ছাপ বহন করে নিয়ে চলছে। এখানে কংগ্রেসকে দেখাই যাচ্ছে না।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যে কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে তাদের অভিযোগ জানিয়েছে, নরেন্দ্র মোদীর এই মন্তব্য জনসাধারণ প্রভাবিত হবে তারা ভাববে যে কংগ্রেস ভারতের বিভাজন করতে চায়। এরকম মন্তব্যের ফলে কংগ্রেস সমর্থকদের ভুগতে হতে পারে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে, নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর এরূপ মন্তব্যের থেকে চোখ ফেরাতে পারে না।

আর এবার এই নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে বিঁধলেন কংগ্রেসের সাংসদ প্রমোদ তিওয়ারি। মঙ্গলবার মির্জাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের এই সাংসদ বলেন, মোদীজি মুসলিম লীগের সাথে সম্পর্কের মধ্যে জন্মগ্রহণ করেছেন এবং তিনি তাকে তার বাবা হিসেবে অভিনন্দন জানিয়েছেন। এদের পূর্বপুরুষরাই ১৯৪২ সালে গান্ধীজীর ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন, বলেও কটাক্ষ করেছেন। বিজেপি যখন হারতে শুরু করে এখন এই হিন্দু-মুসলিম নিয়ে টানাটানি করেন, বিজেপির উচিত ইতিহাসকে মনে রাখা।

কংগ্রেস সাংসদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম মন্তব্যে সামাজিক মাধ্যম জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

Related Articles