অফবিট

বেঙ্গালুরুতে আসছে ‘জিরো শ্যাডো ডে’, দেখা যাবে এক অদ্ভুত মহাজাগতিক দৃশ্য!

'Zero Shadow Day' is coming to Bengaluru, a strange cosmic scene will be seen!

Truth Of Bengal: ছায়া থাকবে না! হ্যাঁ, ঠিকই পড়েছেন। বেঙ্গালুরু শহর প্রস্তুত হচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্য দেখার জন্য—‘জিরো শ্যাডো ডে’। এই দিনে ঠিক মাথার উপর সূর্য থাকার কারণে যে কোনও খাড়া বস্তু—যেমন খুঁটি, দণ্ড বা এমনকি মানুষের শরীরের ছায়াও মাটিতে দেখা যাবে না। ছায়া পড়বে ঠিক নিচে, যা খালি চোখে প্রায় অদৃশ্য।

বিজ্ঞানীদের মতে, এই বিরল ঘটনা বছরে দু’বার ঘটে, শুধুমাত্র সেই শহরগুলিতে যেগুলি বিষুবরেখা ও কর্কটক্রান্তির মধ্যে অবস্থিত। বেঙ্গালুরু, চেন্নাই ও ম্যাঙ্গালুরুর মতো শহরগুলিতে এই দৃশ্য দেখা যায় এপ্রিল ও আগস্ট মাসে। বেঙ্গালুরুতে এ বছর জিরো শ্যাডো ডে পড়ছে ২৪ বা ২৫ এপ্রিল, এবং আবার ১৮ আগস্ট

এই সময় সূর্য তার উত্তর দিকে গমন (উত্তরায়ণ) করে কর্কটক্রান্তির দিকে এগোয়, এবং ২১ জুন, গ্রীষ্মকালীন অয়নান্ত দিবসে পৌঁছয় সর্বোচ্চ স্থানে। এই ঘটনাই পৃথিবীর হেলানো কক্ষপথ ও ঘূর্ণনের প্রভাবকে দৃশ্যমান করে তোলে।

জিরো শ্যাডো ডে নিয়ে শহরের শিশু-কিশোরদের মধ্যে উৎসাহ তুঙ্গে। গরমের ছুটির এই সময় এমন এক অভিজ্ঞতা—যেখানে নিজের ছায়া পর্যন্ত হঠাৎ উধাও হয়ে যায়—তা নিঃসন্দেহে রোমাঞ্চকর ও মনে রাখার মতো হয়ে উঠবে।

বিজ্ঞান ক্লাব ও স্কুলগুলো এই বিশেষ দিনটিকে ঘিরে নানা কর্মসূচি করছে—ছোট ছোট পরীক্ষা, খোলা আকাশের নিচে পর্যবেক্ষণ, ও মহাকাশ সংক্রান্ত আলোচনা। এমন একটা দৃশ্য যেখানে “ছায়া নেই”, তা সত্যিই বাস্তবে দেখা দারুণ মজার ব্যাপার।

Related Articles