অফবিট

বাড়িতে বন্ধ ঘড়ি দীর্ঘদিন ধরে ফেলে রাখলে কী হয় জানেন

You know what happens if you leave the clock closed for a long time at home

The Truth Of Bengal, Mou Basu: আমরা যেখানে বসবাস করি সেখানে শোওয়ার জায়গা, বসার ঘর, পড়ার ঘর, রান্নাঘর, ঠাকুরঘর কেমন হবে তা আমরা সহজেই বাস্তুশাস্ত্র থেকে জানতে পারি। বাড়ি বা ফ্ল্যাট ভাঙাচোরা করা সব সময় সম্ভব হয় না। কিন্তু যদি আমরা বাস্তুশাস্ত্র অনুযায়ী ছোটখাটো নিয়ম মানি তাহলে সংসারে শান্তি অনেকটাই বজায় থাকে।

বাস্তুশাস্ত্র অনুযায়ী ভালো থাকার টিপস—

১) উত্তর দিকে বাড়তি জিনিস জমা করে রাখবেন না। এতে সম্পত্তি হানি হয়।

২) উত্তরপশ্চিম দিকে বাস্তু দোষ হলে অর্থ ক্ষতি হয়। সংসারে সুখশান্তি নষ্ট হয়।

৩) উত্তর পূর্ব দিকে বাস্তুদোষ হলে সন্তানের ক্ষতি হয়।

৪) দরজা, জানলা, আলমারিতে ক্যাঁচকোঁচ শব্দ হলে বাস্তুর পক্ষে অশুভ।

৫) বন্ধ ঘড়ি দীর্ঘদিন ধরে ফেলে রাখবেন না ঘরে। এটা খুব খারাপ প্রতীক। আপনার উন্নতি ব্যাহত হবে।

৬) মৃত পরিজনদের ছবি পশ্চিম দিকের দেওয়ালে টাঙাবেন।

৭) আয়না খাটের সামনে রাখবেন না।

৮) শুকনো ফুল ঘরে রাখবেন না।

৯) কোনো ধারাল জিনিস কারোকে উপহার দেবেন না।

১০) বাড়ির মধ্যে থাকা ফলন্ত গাছ যেমন আম, নারকেল, কখনো কাটবেন না।

১১) শ্রাদ্ধ বাড়িতে খাওয়া অনুচিত।

১২) বাড়ির দক্ষিণ দিকে অ্যাকোরিয়াম রাখা অশুভ। উত্তর ও পূর্ব দিকে রান্নাঘর ও শৌচাগার হলে ক্ষতি।

১৩) শোওয়ার ঘর পশ্চিম দিকে হলে ভালো নাহলে শোওয়ার ঘরের দক্ষিণ পশ্চিম দিকে লাভ বার্ডস বা জোড়া হাঁসের মূর্তি রাখুন।

১৪) শোওয়ার ঘরে ২টো খাট একসঙ্গে জুড়ে শোওয়া উচিত নয়।

১৫) বাড়ির ঈশান কোণে গ্যারেজ থাকা উচিত নয়।