অফবিট

কোন কোন রাশির জাতকদের আজ স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে, জেনেনিন বিস্তারিত

Which zodiac signs are likely to suffer from health problems today, know the details

Truth Of Bengal: আজ রবিবার, আজ অনেক রাশির জাতকদের স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে। সেটা মানসিক দিক থেকে হোক বা শারীরিক দিক থেকে। আবার বৃষরাশির জাতকদের স্বাস্থ্যহানির সাথে সাথে প্রেমের সম্পর্কে বাধা আসার সম্ভাবনাও রয়েছে। রবিবার কোন কোন রাশির জাতকদের দিন ভালো যেতে চলেছে আর কাদেরি বা খারাপ যেতে চলেছে, তা জেনে নিন বিস্তারিত।

মেষ রাশিঃ আজ আপনার অকারণে মানসিক অস্থিরতা বাড়তে পারে।  অসাধু লোকের সংস্পর্শ থেকে আজ দূরে থাকুন। দূরবর্তী স্থানে ভ্রমণযোগ রয়েছে। বিদেশ থেকে কাজের প্রস্তাব পেতে পারেন। সমাজের উচ্চস্তরের মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে।

বৃষ রাশিঃ আজ স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। মাথার যন্ত্রণা বা চর্মরোগের সমস্যায় কষ্ট পেতে পারেন। সন্তানের কারণে অর্থব্যয়ের যোগ রয়েছে। বিয়ের প্রস্তাব এলে বিবেচনা করে তবেই এগোন। প্রেমের সম্পর্কে বাধা আসতে পারে।

মিথুন রাশিঃ ব্যবসায়ীদের লাভের পরিমাণ বাড়বে। জলবাহিত রোগ বা ঠান্ডা লাগার সমস্যায় আজ কষ্ট পেতে পারেন। দাম্পত্যে মতান্তর আসার যোগ রয়েছে।

কর্কট রাশিঃ পারিপার্শ্বিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখুন। অন্যথায় ধৈর্যচ্যুতি হবে। ছোটখাটো বাণিজ্যিক ভ্রমণ লাভজনক হবে। দুধ, সুগন্ধি ও তেল জাতীয় তরল পদার্থের ব্যবসায় লাভ হবে।

সিংহ রাশিঃ লিভারের সমস্যা বা হাড়ের সমস্যায় বেগ পেতে পারেন। লোহা, হার্ডওয়্যার, ওষুধ বা খনিজ দ্রব্যের ব্যবসা লাভজনক হবে। ঋণ সংক্রান্ত চিন্তা বাড়তে পারে। সরকারি চাকরির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল ভালো হবে।

কন্যা রাশিঃ খনিজ ও কৃষিজ ব্যবসায় লাভবান হবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম ও প্রতিপত্তি বাড়বে। আজ পরিস্থিতি আপনাকে কাছের মানুষের স্বরূপ চিনিয়ে দেবে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

তুলা রাশিঃ শিক্ষকতা, শিক্ষা সম্বন্ধীয় পেশায় বা আইনের পেশায় যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ। ব্যবসায় লাভ হবে। গুরুজন স্নেহভাজন হয়ে আর্থিক প্রাপ্তির যোগ আছে। ব্যবসায়িক নতুন চুক্তিতে লাভ বাড়বে। স্নায়ু বা চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন।

বৃশ্চিক রাশিঃ ব্যস্ত জীবনে আজ কিছুটা অবসর পেতে পারেন। রিয়েল এস্টেট বা পরিবহণের ব্যবসা লাভজনক হবে। পারিবারিক সম্পর্কের পরিবর্তন হতে পারে। আর্থিক লেনদেন সম্পর্কে সচেতন থাকুন। দাম্পত্যে মতভেদ আসতে পারে। ভুল সিদ্ধান্ত নিতে পারেন।

ধনু রাশিঃ মায়ের স্বাস্থ্যহানি চিন্তার কারণ হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায় লাভ হবে। আজ সঞ্চয়ের সম্ভাবনা কম। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। কাজের সূত্রে ভ্রমণ হতে পাপে।

মকর রাশিঃ আজ অযথা চিন্তা বাড়বে মকর রাশির জাতকদের। দাম্পত্যো মনোমালিন্য আসতে পারে। বাবার শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। আসবাবপত্র, বৈদ্যুতিন সামগ্রী, পোলট্রির ব্যবসা আজ লাভজনক হবে। রক্তপাত বা আঘাতের সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশিঃ সন্তানের উন্নতিতে আজ গর্ব অনুভব করবেন কুম্ভ রাশির জাতকরা। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। অযোগ্য ব্যক্তিকে ঋণ দিলে সমস্যায় পড়বেন। ভুল সিদ্ধান্তে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

মীন রাশিঃ সন্তানের উন্নতিতে আজ গর্ব অনুভব করবেন কুম্ভ রাশির জাতকরা। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। যান্ত্রিক ত্রুটির কারণে ব্যবসায়িক সমস্যা আসতে পারে। অযোগ্য ব্যক্তিকে ঋণ দিলে সমস্যায় পড়বেন। ভুল সিদ্ধান্তে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

Related Articles