বাইকের সঙ্গে চেন দিয়ে কুকুরকে টেনে নিয়ে যাচ্ছে ব্যক্তি, ভাইরাল ভিডিওয় নিন্দার ঝড়
Viral video of man dragging dog with chain to bike goes viral

Truth of Bengal: রাজস্থানের উদয়পুরে এক হৃদয়বিদারক ঘটনার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি তার বাইকের সঙ্গে চেইন দিয়ে একটি কুকুরকে বেঁধে রাস্তায় টেনে নিয়ে যাচ্ছেন। কুকুরটি অসহায়ভাবে লড়াই করছিল, আর রাস্তায় রক্তের দাগে ভরে যাচ্ছিল।
ভিডিওটি ইনস্টাগ্রামে udaipurupdates নামের একটি পেজ থেকে শেয়ার করা হয়। এতে দেখা যায়, এক সাহসী নারী দৌড়ে এসে ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করেন। তিনি হতবাক হয়ে বলেন, “আপনি পাগল নাকি? আপনি কি পশু?” (Aap pagal ho kya? Aap janwar ho kya?)
View this post on Instagram
ঘটনাটি উদয়পুরের বালিচা এলাকায় ঘটেছে বলে জানা গেছে। ভিডিওতে অভিযুক্ত ব্যক্তিকে বলতে শোনা যায়, “আরে যেতে দাও, দেখো, আমি খুলে দিলাম, ভিডিও করো না।” (Arey jaane do. Lo, khol diya maine. Mat banao video.)
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “সেই নারী ও তার সন্তানের প্রতি সম্মান। এই নিষ্ঠুরতার উপযুক্ত শাস্তি হওয়া উচিত।”
অন্য একজন মন্তব্য করেন, “পশুদের প্রতি এমন অমানবিক আচরণ কখনোই মেনে নেওয়া যায় না। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”
স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। অনেকেই পশু নির্যাতন আইনের আওতায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি তুলেছেন।
এখন দেখার বিষয়, প্রশাসন এ বিষয়ে কী ব্যবস্থা নেয়। পশুদের প্রতি এমন নিষ্ঠুরতা রোধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ।