অফবিটআন্তর্জাতিক

একই শহরে দুই মহাদেশ ! এও কি সম্ভব ? জানেন কোথায় সেই শহর ?

Two continents in the same city! Is this possible? Do you know where the city is?

The Truth Of Bengal: এমন এক শহর আছে যার মধ্যে রয়েছে দুটি দেশ। কি শুনে অবাক লাগছে তো? হ্যাঁ, ঠিকই শুনছেন। এমন একটি শহর রয়েছে যার দুটো অংশ দুটো আলাদা আলাদা মহাদেশে। এবারে মনের প্রশ্ন আসতেই পারে এই শহরের নাম কি? কোথায় অবস্থিত এই শহর? ইতিহাস রয়েছে এর পিছনে?

দুটি দেশের মধ্যে একটি জায়গা ভাগ এটি খুব বেশি না হলেও অল্প পরিসর দেখা যায়। কিন্তু দুটি মহাদেশের মধ্যে একটি শহর ভাগ হওয়ার ঘটনা এই বিশ্বে কেবলমাত্র একটি ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তুরস্কের রাজধানী শহর পামুকের ইস্তানবুল নামে একটি শহর রয়েছে, যার পশ্চিম ভাগ ইউরোপে এবং পূর্বভাগ রয়েছে এশিয়ায়। ইস্তানবুল শহরটি আয়তনেও বিশাল আকৃতির। পৃথিবীর পঞ্চম বৃহত্তম শহরের তকমা পেয়েছে ইস্তানবুল। এই শহরের যে ধারটি ইউরোপের মধ্যে পড়ছে সেখানে শহরের ৭৫ শতাংশ মানুষের বাস। এই স্থানে প্রায় সারা বছরই পর্যটকের আনাগোনা লেগেই থাকে। এই শহরে রয়েছে বহু ঐতিহাসিক নিদর্শন।

প্রসঙ্গত, পুরো মধ্যযুগ জুড়ে প্রাচ্য রোমান সাম্রাজ্য এবং খ্রিস্ট ধর্মের একটি শাখা ‘ইস্টার্ন অর্থোডক্স চার্চ’ এর পিঠস্থান কনস্তান্তিনোপল। ১৪৫৩ সালে রোমানদের হাত থেকে বেহাত হয়ে চলে যায় মুসলমান তুর্কি অটোমান সম্রাটদের হাতে। অবশেষে এর নাম হয় ইস্তানবুল। এই ইস্তানবুলকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন ইউরোপ-এশিয়ার প্রবেশদ্বার, আন্তমহাদেশীয় নগরী, রোমান, মসজিদের শহর, বাইজান্টাইন ও অটোমান সাম্রাজ্যের রাজধানী। খ্রিস্ট ধর্মের সঙ্গে ইসলামের, পাশ্চাত্য ও প্রাচ্যের, ইউরোপীয় ক্লাসিক্যাল ও ইসলামিক স্থাপত্যের।

প্রায় ৭ হাজার বছরের পুরনো এই শহরের সুবিশাল ‘ব্লু মস্ক’ কিংবা ‘নিউ মস্ক’ এক নিমিষেই চিনিয়ে দেয় ইস্তানবুলকে। এই সুবৃহৎ শহরের মধ্যে পৃথিবীর অন্যতম বৃহৎ চার্চ ‘আয়া সোফিয়া’ অবস্থিত যা পরবর্তীকালে মসজিদে পরিণত হলেও মুসলমান শাসকেরা তার খ্রিস্টীয় স্থাপত্যে কোন আঘাত বা পরিবর্তন করেননি।

পর্যটকদের জন্য রয়েছে নানান দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হলো গ্রান্ড বাজার। এইখানে খুব সস্তায় বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে দৈনন্দিন জীবনের ব্যবহারযোগ্য নানান আসবাবও পাওয়া যায়।

Related Articles