অফবিট

জঙ্গল সাফারিতে বেরিয়ে আচমকাই গাড়ির সামনে আস্ত এক দাঁতাল, আর তারপর যা ঘটল!

Tourists went out on a jungle safari with a car, suddenly a whole tooth came in front of the car, and then what happened!

Truth Of Bengal : জঙ্গল সাফারি, সকলেরই জীবনে একবার ইচ্ছে থাকে জঙ্গল সাফারির মাধ্যমে তারা নানা পশুদের কাছে থেকে দেখবে, তাদের সঙ্গে সময় কাটাবে। আর সেই ইচ্ছে পূরণ করতে এক দল পর্যটক বেরিয়েছিলেন জঙ্গল সাফারি করতে। আচমকাই তাদের সামনে আবির্ভূত এক বিশাল আকারের দাঁতাল। তবে একি! পর্যটকদের দেখে এইরকম কাণ্ড কেন করে বসলো দাঁতালটি?

পর্যটকদের সামনে দেখেই তাদের গাড়ির সামনে মাটির মধ্যে দাঁত বসিয়ে দিল দাঁতালটি। চার পা ফাঁক করে আচমকাই মাটির মধ্যে দাঁত বসিয়ে ফেলে এই দাঁতাল। এই ভাবে জঙ্গলের মাটি উপড়ে ফেলে দিল এই দাঁতাল। আর সেই ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই ভিডিয়ো ভাইরাল হয়েছে ‘নেচার ইজ অ্যামেজিং’ নামের একটি অ্যাকাউন্ট থেকে। এক্স হ্যান্ডেলে পোস্ট কড়া হয়েছে এই ভিডিয়ো। ভাইরাল হওয়া ভিডিয়ো তে দেখা গিয়েছে বিশাল এই হাতি দেখে ভয়ে গাড়ি থামিয়ে দেন পর্যটকরা। পর্যটকদের দেখা মাত্র চার পায়ে অল্প হাঁটু গেড়ে বসে সামনের দিকে ঝুকে পড়ে দাঁতাল। এর পরেই মাটির মধ্যে গেঁথে দেয় নিজের দাঁত। অল্প মাটি উপড়ে ফেলার পর আরও গভীর করে মাটি তোলার কৌশল আঁটে দাঁতালটি। এই দৃশ্য দেখে ভয় পেয়ে পর্যটকরা গাড়ি ঘুড়িয়ে নেন, দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালিয়ে যান তারা। আর যখন পর্যটকরা সেখান থেকে পালাতে শুরু করে সেই সময় মাটি ছেড়ে দাঁতাল উঠে বসে। ইতিমধ্যেই এই ভিডিয়ো প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং বহু লাইকও পেয়েছে।

Related Articles