অফবিট

চুরি করতে এসে মালকিনকে চুমু দিয়ে চম্পট দিল চোর!

thief accused of kissing lady as he didnt get anything to thief

Truth Of Bengal: চোর এসেছিল চুরি করতে। তবে, চুরি করার মতো কিছুই খুঁজে পেল না। এরপর বাড়ির মালকিনকে চুমু  খেয়ে চম্পট দিল চোর।

জানা যায়, গত ৩ জানুয়ারি মুম্বইয়ের মালাডে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। অভিযোগকারী জানান, সেদিন বাড়িতে তিনি একা ছিলেন। সেই সময় অভিযুক্ত ওই চোর বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর ওই মহিলার মুখ বেঁধে দেয় চোর। বাড়িতে টাকা-গয়না, মোবাইল , এটিএম কার্ড সহ যা যা মবল্যবান জিনিসপত্র রয়েছে, তা নিয়ে আসার কথা বলে। তবে, মহিলা যখন জানান যে বাড়িতে তেমন দামী কোনও জিনিস নেই, তখন তাঁকে চুমু খেয়ে পালিয়ে যায়।

এই ঘটনার পর পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই এলাকারই বাসিন্দা। পরিবারের সঙ্গে থাকে। তবে, তার বিরুদ্ধে অপরাধের কোনও রেকর্ড নেই।

Related Articles