অফবিট

হেসে উঠবে আকাশ! মহাজাগতিক এই স্মাইলি দেখতে পূর্ব আকাশে চোখ রাখুন এই দিনে

The sky will laugh! Keep an eye on the eastern sky to see this cosmic smiley on this day

Truth of Bengal: আকাশপ্রেমীদের জন্য দারুণ সুখবর! ২৫ এপ্রিল, শুক্রবার ভোরে পৃথিবীর আকাশে দেখা যাবে এক বিরল ও মনোমুগ্ধকর দৃশ্য—একটি হাসিমুখ! শুক্র, শনি ও অর্ধচন্দ্র একসঙ্গে এমনভাবে অবস্থান করবে, যা দেখতে হবে একদম একটা স্মাইলির মতো।

এই মহাজাগতিক ঘটনাটিকে বিজ্ঞানীরা বলছেন “ত্রৈত গ্রহ-সংযুক্তি” (Triple Planetary Conjunction)। যখন তিনটি মহাজাগতিক বস্তুকে আকাশে কাছাকাছি দেখা যায়, তখন এই বিরল দৃশ্য তৈরি হয়। সাধারণত দুইটি গ্রহের সংযুক্তি দেখা যায়, কিন্তু তিনটি বস্তু একসঙ্গে এইভাবে একে অপরের কাছে আসা খুবই অস্বাভাবিক ও দুর্লভ।

লাইভ সায়েন্স-এর প্রতিবেদন অনুযায়ী, এই দিন ভোরে, সূর্য ওঠার আগে পূর্ব আকাশে শুক্র ও শনি থাকবে উপর দিকে, যা মনে হবে দুটি চোখ। আর নিচে থাকবে একটি চিকন অর্ধচন্দ্র, যা হবে সেই মুখের হাসি!

বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই খালি চোখে এই দৃশ্য দেখা সম্ভব হবে, তবে আকাশ পরিষ্কার থাকতে হবে।

নাসার সৌরজগত বিষয়ক বিশেষজ্ঞ ব্রেন্ডা কালবার্টসন বলেন, “এটি এমন একটি মুহূর্ত, যা মানুষ চাইলেও রোজ দেখতে পায় না। এই ‘আকাশের হাসি’ আমাদের মনে শান্তি এনে দেবে।”

কখন দেখবেন?

২৫ এপ্রিল, শুক্রবার ভোরবেলা, সূর্য ওঠার ঠিক এক ঘণ্টা আগে। তাই তার আগেই উঠে খোলা আকাশের নিচে চলে যান এবং পূর্ব আকাশের দিকে তাকান।

এই স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে ভুলবেন না। আকাশ হাসবে, আপনিও হাসুন!

Related Articles