অফবিট

কোথায় গড়ে উঠছে দেশের প্রথম সাবমেরিন পর্যটন কেন্দ্র জানেন কি?

Submarine tourism center

The Truth of Bengal,Mou Basu: দেশে ক্রমশ পর্যটনের প্রসার ঘটছে। দেশের পর্যটন শিল্পের সাফল্যের মুকুটে যোগ হতে চলেছে নয়া পালক। এবার সাবমেরিনে চেপে সমুদ্রের তলার জগৎ চাক্ষুষ করার সুযোগ পাবেন পর্যটকরা। গুজরাতের দ্বারকা উপকূলের কাছে ছোট্ট দ্বীপ হল বেট দ্বারকা। সেখানেই গুজরাত সরকার ও মাজাগাঁও ডক লিমিটেডের যৌথ উদ্যোগে গড়ে উঠছে দেশের প্রথম সাবমেরিন পর্যটন কেন্দ্র।

সব ঠিকঠাক থাকলে চলতি বছরের দীপাবলির সময় এই সাবমেরিন পর্যটন কেন্দ্র চালু হতে পারে। এই পর্যটন কেন্দ্র চালু হলে সাবমেরিন বা ডুবোজাহাজে চেপে পর্যটকরা সমুদ্রের তলায় ১০০ মিটার গভীরে গিয়ে হাতেকলমে সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীজগৎকে দেখতে পাবেন। মনে করা হয় বেট দ্বারকায় সমুদ্রের তলায় যে শহর রয়েছে তা তৈরি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।

শুধু সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীজগৎ-ই নয় সাবমেরিনে চেপে প্রাচীন শহরও দেখতে পাবেন দর্শনার্থীরা। সমুদ্রের তলায় যে সাবমেরিন যাবে তার আনুমানিক ওজন হতে পারে ৩৫ টনের আশপাশে। এক সময় ৩০ জন পর্যটক সাবমেরিনে চেপে সমুদ্রের তলায় যেতে পারবেন। দ্বারকার পর্যটন প্রসারের জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গুজরাত পর্যটন নিগমের অধিকর্তা সৌরভ পারধি।