অফবিটরাজ্যের খবর

নজিরবিহীন ঘটনা! গর্ভগৃহ থেকে সরল তারা মায়ের মূর্তি

Tarapith Mandir

The Truth of Bengal: ‘কালী কালী বল রে আজ’ কোনও বাধাই বাধা থাকে না, স্মরণ করলে মায়ের নাম৷ এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে তারাপীঠ মন্দির থেকে বের করা হল তারা মায়ের মূর্তি। মন্দির সংস্কার এর জন্য সোমবার থেকে কয়েকদিনের জন্য তারাপীঠে মা তারার মন্দির থেকে মূর্তিকে মূল গর্ভগৃহ থেকে বের করে রাখা হল পাশের ভৈরব মন্দিরে। বহুদিন ধরেই কোজাগরী লক্ষ্মী পুজোর আগে শুক্লা চুতর্দশী তিথিতে মায়ের আবির্ভাব তিথি পালিত হয়ে আসছে তারাপীঠে৷ এই বিশেষ দিনে মা তারাকে পুজো দিয়ে পূণ্য অর্জন করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত ও ভিনরাজ্য থেকে ভিড় জমান ভক্তরা।

সূর্যোদয়ের পর তারা মা-কে গর্ভগৃহে থেকে বের করে বিশ্রাম মন্দিরে আনা হয়৷ তারা মা-কে স্নান করানোর পর রাজবেশে সাজানো হয়৷ এরপর মাকে গর্ভগৃহে ফিরিয়ে এনে স্নান করিয়ে পুজো-আরতি করা হয়। এছাড়াও সোজা রথ এবং উল্টোরথে মা তারাকে মূল গর্ভগৃহের বাইরে বের করা হয়। তবে এবার মন্দির সংস্কারের জন্য মা তারাকে গর্ভগৃহের বাইরে বের করে শিব মন্দিরে পূজার্চনা করা হচ্ছে। মন্দির সূত্রে খবর, লকডাউনের সময় মন্দিরের নানা কাজ হলেও গর্ভগৃহের সংস্কারের কাজ করা যায়নি। এখন সেই কাজ করা হচ্ছে। ফলে তারাপীঠের তারা মায়ের মূর্তি এখন গর্ভগৃহ থেকে সরানো হয়েছে।

কয়েকদিন পর ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। গত বছর পুলিশ-প্রশাসন ও মন্দির কমিটির তরফ থেকে কয়েক লক্ষ মানুষের আগমন হবে ভেবে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন রকমের ব্যবস্থা করা হয়েছিল। তবে দর্শনার্থীদের একাংশের অভিযোগ ছিল, মাত্রাতিরিক্ত হোটেল ভাড়ার ফলে দর্শনার্থীরা তারাপীঠ মন্দির আসেননি। গত বছর আমাবস্যায় হাতে গোনা কয়েক হাজার ভক্ত এসেছিলেন। সেইজন্যে আর্থিক সংকটের সম্মুখীন হয়েছিল তারাপীঠের হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে ব্যবসায়ীরা। তবে এই বছর কতটা ভিড় হয় সেই দিকেই তাকিয়ে সবাই।

Related Articles