অবাক কান্ড! এই দেশে পিঁয়াজ, পালংশাক সঙ্গে রাখলে হতে পারে জেল
Surprising incident! In this country, carrying onions and spinach can land you in jail

Truth Of Bengal: বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ আমেরিকা। সেই আমেরিকার মধ্যেই রয়েছে বিশ্বের ক্ষুদ্র দেশ মোলোসিয়া। প্রকৃতপক্ষে মোলাসিয়া ক্ষুদ্র দেশ যার মোট আয়তন ১১.৩ একর। এটি আমেরিকার নেভাদা শহরের মধ্যে অবস্থিত। আনুষ্ঠানিক ভাবে অবশ্য মোলাসিয়াকে স্বীকৃতি দেয়নি রাষ্ট্রসংঘ। মোলাসিয়ার প্রকৃত নাম হল গ্র্যান্ড রিপাবলিক অফ গোল্ডস্টেইন, দ্য রিপাবলিক অফ মোলোসিয়া। ডেটন নেভাদার কার্সন নদীর তীরে অবস্থিত স্বাধীন দেশ মোলাসিয়া স্থাপিত হয় ১৯৭৭ সালে। তখন এই দেশের নাম ছিল গ্র্যান্ড রিপাবলিক অফ গোল্ডস্টেইন।
২১ বছর পর ১৯৯৮ সালে দেশের নাম পরিবর্তন করে রাখা হয় দ্য রিপাবলিক অফ মোলোসিয়া। এদেশের মোট জনসংখ্যা ৩৮ জন। কিন্তু দেশের বেশির ভাগ মানুষ থাকে না। আপাতত মাত্র ৩ জন মোলাশিয়ায় বাস করেন। ৩টি কুকুরও বাস করে বলে জানিয়েছেন মোলাসিয়ার প্রেসিডেন্ট কেভিন বোয়া। এদেশে রয়েছে কিছু অদ্ভুত নিয়ম। যেমন, মোলাসিয়ায় পেঁয়াজ, পালং শাক, ক্যাটফিশ নিষিদ্ধ। এসব জিনিস সঙ্গে রাখলে অবধারিত হবে জেলের সাজা।
প্রেসিডেন্ট কেভিন বোয়ার পুরো নাম হল His excellency President Grand Admiral Colonel Doctor Kevin Baugh, President and Rais of Molossia, Protector of the Nation and Gurdian of the People.
মোলোসিয়ায় স্ত্রী ও তরুণী কন্যাকে নিয়ে থাকেন প্রেসিডেন্ট কেভিন বোয়া। তাঁর মেয়ে হলেন দেশের চিফ কনস্টেবল। ধূ ধূ মরুভূমির মধ্যে মোলাসিয়ার মতো দেশকে গড়ে তোলা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট কেভিন বোয়া। মোলাসিয়ার জাতীয় ভাষা হল ইংরেজি। তবে এস্পেরান্তো ও স্প্যানিশ ভাষা ব্যবহারেরও চল আছে। মোলাসিয়ার মুদ্রা হল ভ্যালোরা। নিজস্ব রেলপথ ও জলের ব্র্যান্ডও রয়েছে।