অফবিট

ঘর খুঁজতে ২ হাজার কিমি পথ পাড়ি দিল রয়্যাল বেঙ্গল টাইগার

Royal Bengal Tiger

The Truth of Bengal, Mou Basu: পথ হারাবে বলে নয়, নয়া আস্তানা খুঁজতেই ২ হাজার কিমি দীর্ঘ পথ পাড়ি দিল শার্দূলরাজ। গত ৫ মাসে ৪টি রাজ্যের প্রায় ২ হাজার কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়েছে একটি পূর্ণবয়স্ক পুরুষ রয়্যাল বেঙ্গল বাঘ। ওড়িশার গজপতি জেলার পারলাখেমুন্ডি বন দফতরের কর্মী ও আধিকারিকরা গত ৩ মাস ধরে বাঘটির গতিবিধির ওপর নিরন্তর নজর রাখছেন। পারলাখেমুন্ডি বন দফতরের ডিভিশনাল ফরেস্ট অফিসার আনন্দ এস জানান, সম্প্রতি বাঘটিকে পারলাখেমুন্ডি জঙ্গলের দেবগিরি রেঞ্জের কুমিলিসিঙ্গি বিটে দেখা গেছে। জঙ্গলে পাতা গোপন ক্যামেরায় ধরা পড়েছে বাঘের গতিবিধি।

ওড়িশার গজপতি জেলায় এর আগে কখনো বাঘের দর্শন পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওই আধিকারিক। ডিভিশনাল ফরেস্ট অফিসার আনন্দ এস আরও জানিয়েছেন, মাস খানেক আগে গজপতি জেলার জঙ্গলে গোপন ক্যামেরায় প্রথম বাঘের ছবি ধরা পড়ে। আমরা সেই ছবি ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে পাঠাই। ওরা আমাদের জানিয়েছে এর আগে এই একই বাঘকে মহারাষ্ট্রের ব্রহ্মপুরী জঙ্গলে দেখা গিয়েছিল। প্রত্যেক মানুষের আঙুলের ছাপ যেমন আলাদা তেমনই প্রতিটি বাঘের গায়ের ডোরাকাটা দাগও আলাদা হয়।’

বাঘটি ওড়িশার জঙ্গলে আসার আগে মহারাষ্ট্র, ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশের জঙ্গলেও ঘুরে এসেছে। ২০২৩ সালের জুলাইয়ে বাঘটিকে দেখা যায় ওড়িশার রায়গড় জেলার জঙ্গলে। আগস্টে সেটি পার্বতীপুরম মানায়ম জেলা হয়ে অন্ধ্রপ্রদেশে ঢোকে। পরে সেটিকে দেখা যায় শ্রীকাকুলাম জেলার জঙ্গলে। সেপ্টেম্বরে সেটি ওড়িশায় ঢোকে। গত ২ মাস ধরে বাঘটি ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের মধ্যে ঘোরাফেরা করছে। সম্ভবত বাঘটা নতুন আস্তানার পাশাপাশি বাঘিনী খুঁজতেও এতটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছে বলে মনে করছেন বন দফতরের কর্তারা। জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

Free Access

Related Articles