
The Truth of Bengal,Mou Basu: সমুদ্রের তলায় সমীক্ষা চালানোর সময় খোঁজ মিলল ৬০০ বছর পুরোনো এক ডুবে যাওয়া জাহাজের। ডুবে যাওয়া জাহাজের ধ্বংসস্তুপের হদিশ দিয়েছে একটি রোবট। প্রযুক্তির হাত ধরে শতাব্দী প্রাচীন জাহাজ ডুবির খোঁজ মিলেছে দক্ষিণ পশ্চিম নরওয়ের কারময় দ্বীপের Avaldsnes গ্রামে। সমুদ্রের তলায় ৩ ফুট গভীরে এক অগভীর জায়গায় ডুবে যাওয়া জাহাজের ধ্বংসস্তুপের হদিশ দিয়েছে রোবট। দীর্ঘ সময় ধরে জাহাজ ডুবির ঘটনা নিয়ে গবেষণা চলে আসছে।
নরওয়ের University of Stavanger ও Stavanger Maritime Museum এর গবেষকরা জাহাজ ডুবির ঘটনার ওপর গবেষণা করতে গিয়ে প্রযুক্তির সাহায্য নিতে চেয়েছিলেন। যে জায়গায় ডুবে যাওয়া জাহাজের ধ্বংসস্তুপের হদিশ মিলেছে সেখানে জিওফিজিক্যাল ডেটা বা তথ্য সংগ্রহ করে robotic boat Autonomous Surface Vehicle (ASV)। সংগৃহীত তথ্যের মাধ্যমে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসস্তুপের থ্রি ডি মডেল তৈরি করেন গবেষকরা।
যে গ্রামের কাছে সমুদ্রের তলায় ডুবে যাওয়া জাহাজের ধ্বংসস্তুপের খোঁজ মিলেছে সেটি ব্রোঞ্জ যুগ থেকে মধ্য যুগ পর্যন্ত শিল্প, বাণিজ্য কেন্দ্র বলে পরিচিত ছিল। মধ্য যুগে এই উপকূলবর্তী জায়গা ছিল প্রাসাদ ও বন্দরও। প্রাথমিক ভাবে বিজ্ঞানীদের অনুমান, ডুবে যাওয়া জাহাজটি একটি মালবাহী জাহাজ ছিল। সেটি সম্ভবত কাঠের তৈরি। ১৩৯৫ খ্রিস্টাব্দে পোলান্ডে তৈরি হয়। আগুন লেগে গিয়ে সম্ভবত জাহাজটি পুড়ে গিয়ে ডুবে যায়। Journal of Maritime Archeology নামক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র।