আরোহী সহ বাইককে ২ কিমি টেনে নিয়ে গেল বোলেরো, ভাইরাল ভিডিও ঘিরে হইচই
Rider with two-wheeler crushed under Bolero car, shocking incident in Uttar Pradesh

Truth Of Bengal : যতধরনের আজগুবি ঘটনা ঘটতে দেখা যায় যোগী রাজ্যে। আর এবার যে ঘটনা ঘটল তা রীতিমত চমকে দেওয়ার মতো। ভারতীয় জনতা পার্টির স্টিকার লাগানো এক বোলেরো গাড়ি যাচ্ছিল। যাওয়ার সময় গাড়িটি ধাক্কা মারে একটি বাইক আরোহীকে। আর তারপর যা হল তা আর বলার মতো নয়।
ধাক্কা মারার পর ওই বোলেরোর চাকার নীচে কোন ভাবে আটকে যায় দুই চাকা। বাইকের সঙ্গে ছিল তার আরোহী ও। ওইভাবে দুই চাকার গাড়ি সহ তার আরোহীকে টানতে টানতে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত নিয়ে যায় বোলেরো গাড়িটি। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বল কোতোয়ালি এলাকার মোরাদাবাদ রোডে । বোলেরো গাড়ির পিছনে থাকা আরও এক প্রত্যক্ষদর্শী একটি ভিডিও বানিয়েছেন এই ঘটনার। আর তারপরেই সেই প্রত্যক্ষদর্শী তা ভাইরাল করে দেয় সোশ্যাল মিডিয়ায়।
उत्तर प्रदेश : जिला संभल में BJP स्टिकर लगी बोलेरो ने पहले बाइक सवार युवक को टक्कर मारी, फिर बाइक को 2 KM तक घसीटा। pic.twitter.com/5JNKulsHsA
— Sachin Gupta (@SachinGuptaUP) December 30, 2024
জানা গেছে এই দুর্ঘটনায় বাইক আরোহী গুরুতরভাবে আহতও হয়েছেন। তাকে পরে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। দেহের নানা জায়গায় প্রচুর ক্ষত চিহ্ন দেখা গেছে তার। প্রচুর রক্তক্ষরণও হয়েছে বাইক আরোহীর। আপাতত তার অবস্থা যথেষ্ট শোচনীয় বলে জানা গেছে।
যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে বোলেরো গাড়ির নীচে লেগে গেছে দু চাকার গাড়ি সহ বাইক আরোহী। রীতিমত ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে তাদের। বোলেরো গাড়ির স্পিড এতটাই ছিল যে রাস্তার সঙ্গে স্ক্র্যাপ করছিল গাড়িটি। আর সচেয়ে বেশি অবাক করা কাণ্ড বোলেরো গাড়ির চালক বুঝতেও পারেনি তাদের গাড়ির নিচে আটকে গেছে দু চাকার এক গাড়ি সহ আরোহী। সে আশ্চর্যজনক ভাবে গাড়ি থামানোর চেষ্টাও করেনি।