জঙ্গলমহলের জেলায় জেলা ও ব্লক স্তরে রিসোর্স পার্সন নিয়োগ, কীভাবে করবেন আবেদন
Recruitment of resource persons at district and block levels in Jangalmahal district, how to apply

Truth Of Bengal: পশ্চিমাঞ্চলের জেলা পশ্চিম মেদিনীপুরের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এই জেলায় জেলা ও ব্লক স্তরে রিসোর্স পার্সন পদে নিয়োগ করা হবে। পদের নাম ব্লক লেভেল রিসোর্স পার্সন ও ডিস্ট্রিক্ট লেভেল রিসোর্স পার্সন। এই মর্মে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ ২৫। মহকুমা স্তরে ১৭ জন আর জেলা স্তরে ৮ জন রিসোর্স পার্সন পদে নিয়োগ করা হবে।
ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের অধীনে নিয়োগ করা হবে। পুরোপুরি চুক্তিভিত্তিক চাকরি। কাজ না করলে পেমেন্ট মিলবে না। ১০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে বা ৩ বছরের অভিজ্ঞ নেত্রী দ্বারা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা গ্রামের মহিলাদের ক্ষমতায়ণের কাজে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এনজিও ওয়ার্কাররা ব্লক স্তরের রিসোর্স পার্সন পদে আবেদন করতে পারেন। ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ডিস্ট্রিক্ট লেভেল রিসোর্স পার্সন পদে আবেদন করতে পারেন।
গ্রামের উন্নয়ন ও গ্রামের মহিলাদের স্বনির্ভরতার বিষয় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শারীরিক ভাবে সক্ষম হতে হবে। বয়স হতে হবে ২০২৫ সালের ১ এপ্রিলের নিরিখে ২৫-৫৫ বছরের মধ্যে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। কমপক্ষে ৬ মাসের কম্পিউটার কোর্স করতে হবে। কাজের সূত্রে রাজ্য, জেলা বা মহকুমার বাইরে যেতে হতে পারে। কোনো সরকারি প্রতিষ্ঠানে আশাকর্মী বা আইসিডিএস কর্মী হিসাবে কাজ করা যাবে না।
কীভাবে নিয়োগ করা হবে?
৭০ নম্বরের লিখিত পরীক্ষা, ২০ নম্বরের কম্পিউটার প্র্যাক্টিক্যাল পরীক্ষা ও ১০ নম্বরে ইন্টারভিউ নেওয়া হবে। ১০ জুনের মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট (https://anandadharawm.in/engage/) মারফত। কোনো আবেদনমূল্য লাগবে না। লিখিত পরীক্ষায় সবাই বসতে পারবেন। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউয়ে ডাকা হবে। তখন নথিপত্র যাচাই করা হবে। অনলাইন আবেদনে কোনো তথ্য ভুল থাকলে আবেদন গৃহীত হবে না। অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। মহকুমা স্তরে ব্লক রিসোর্স পার্সন পদে প্রতিদিন দৈনিক ৩০০ টাকা করে ভাতা মিলবে। ২৬ দিনের কাজ থাকবে। জেলা স্তরে রিসোর্স পার্সন পদে প্রতিদিন দৈনিক ভাতা মিলবে ৯০০ টাকা করে। ১৫ দিনের কাজ থাকবে।