
The Truth of Bengal, Mou Basu: বছর ২৭-এর যুবক মার্শাল আর্টে পারদর্শী। ৬০ সেকেন্ডের মধ্যে মাথা দিয়ে ঠুকে ঠুকে ২৭৩টি খোলাশুদ্ধ ওয়ালনাট বা কাঠবাদাম ভেঙেছেন নবীন। শক্ত কাঠবাদামের খোলা ভাঙা মোটেই সহজ কাজ নয়। সেই হিসাবে প্রতি সেকেন্ডে সাড়ে ৪টে কাঠবাদাম ভেঙেছেন নবীন। সব ক’টা ভাঙা কাঠবাদাম দান করে দেওয়া হয়।
নবীনের আগে পাকিস্তানের মহম্মদ রশিদ নামে এক ব্যক্তির দখলে ছিল সবচেয়ে কম সময় সবচেয়ে বেশি সংখ্যক কাঠবাদাম ভেঙে ফেলার গিনেস রেকর্ড। এক মিনিটে রশিদ ২৫৪টি কাঠবাদাম মাথা দিয়ে ঠুকে ঠুকে ভেঙে গিনেস রেকর্ড গড়েছিলেন। ২০১৮ সালে ইতালিতে বসেছিল সেই আসর। সেই প্রতিযোগিতায় নবীনও অংশ নিয়েছিলেন।
নবীন এক মিনিটে ২৩৯টি খোলাশুদ্ধ কাঠবাদাম মাথা দিয়ে ঠুকে ভাঙতে পেরেছিলেন। পাকিস্তানের মহম্মদ রশিদ ২০১৪ সালে এক মিনিটে ১৫০টি শক্ত কাঠবাদামের খোলা মাথা দিয়ে ঠুকে ভেঙেছিলেন। ২০১৬ সালে আবার রশিদ নিজের রেকর্ডই ভাঙেন। সে’বার এক মিনিটে ১৮১টি কাঠবাদামের খোলা ভাঙেন রশিদ।