অফবিটরাজ্যের খবর

রাখিতেও মোদীর থেকেও এগিয়ে দিদি! চাহিদা বাড়ছে ‘মমতা রাখি’র

Mamata Rakhi Demand in West Bengal

The Truth of Bengal: ভাই-বোনের সম্পর্ক চিরন্তন। সামাজিক বন্ধনের পরম্পরা মেনে এখনও বোনেরা ভাইয়েদের হাতে রাখি পরিয়ে দেয়।এবারও  শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে রাখিবন্ধন উত্সব পালিত হবে।  ৩০ আগস্ট সকাল ১০টা ৫৮ মিনিট থেকে রাখি বন্ধন উত্সব শুরু হবে, যা চলবে পরের দিন ৩১ আগস্ট সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত। রাখিবন্ধনের আলাদা তাত্পর্য রয়েছে দেশবাসীর কাছে,বিশেষ করে বাঙালিদের কাছে।কারণ ১৯০৫এ বঙ্গভঙ্গের ভাবনা নিয়ে লর্ড কার্জন যে বিভাজনের বীজ বপন করতে চেয়েছিলেন,তার বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদ হিসেবে রবীন্দ্রনাথ এই রাখি বন্ধনকেই বেছে নিয়েছিলেন।এখনও স্বাধীন দেশের সবাইকে একসূত্রে বেঁধে রাখতে এই রাখী বন্ধন উত্সব পালন করা হয়।

এবারও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা দেদার রাখী তৈরি করছেন।বানানো হচ্ছে নানান রকমের রাখি।সেই রাখি তৈরিতে ব্যস্ত পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গড়কমলপুরের শিল্পীরা। দেখা যাচ্ছে মোদির রাখির তুলনায় দিদির রাখি বেশি বিকোচ্ছে। আর মাত্র কয়েক  দিন পর রাখীবন্ধন উৎসব। সেই উৎসবে রাখীর চাহিদা পুরন করতে রাতদিন এক করে কাজ করে চলেছেন রাখী শিল্পীরা। অন্যান্য রাখীর পাশাপাশি  এবছর দিদির  ছবি দেওয়া রাখীর চাহিদা বেড়েছে  । মহিষাদলের গড়কমলপুরের মহিলারা রাখী তৈরি করে স্বনির্ভর হচ্ছেন। এলাকায় প্রায় ১৫০ জন মহিলা রাখী তৈরি করে তাদের সংসার চালাচ্ছেন। সারা বছর ধরে রাখী তৈরি হলে জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস কাজের চাপ বেড়ে যায়।

পাইকারির পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় স্টল করে রাখীপূর্ণিমার এক সপ্তাহ আগে থেকে বিক্রি করা হয়। এক টাকা থেকে একশ টাকা দামের রাখী রয়েছে।যখন অন্যরা তাঁদের রাখী পরেন তখন তাঁদের আনন্দের বাঁধ ভাঙে। করোনা সহ অন্যান্য কারনে গত দু তিন বছর সেইভাবে ব্যবসা হয়নি।পরে ছন্দে ফেরে রাখি তৈরির শিল্প। এবারও  ব্যবসার আশায় বুক বাঁধছেন শিল্পীরা। ঘর সংসারের কাজ সেরে মহিলারা তৈরি করে চলেছেন  রাখী  ।গত  বারও রাখিতে ঘাসফুল –পদ্মের টক্কর দেখা যায়।এবারও দিদি বনাম মোদির লড়াই দেখা যাচ্ছে।রাখি তে   মমতার  জনপ্রিয়তা যেভাবে বেড়েছে তাতে ক্রেতারা বলছেন,চব্বিশের আগে তা অন্য ইঙ্গিত বহন করছে ।

Related Articles