অফবিট

কলকাতা আছে বিদেশেও, জানেন কোন দেশে

Kolkata is also abroad, do you know in which country?

Truth Of Bengal: মৌ বসু: ভুবনবিখ্যাত ইংরেজ নাট্যকার উইলিয়াম শেকসপিয়ার একসময় বলেছিলেন, ‘What’s in a name? That which we call a rose by any other name would smell as sweet. ‘অর্থাৎ নামে কী বা সত্যি এসে যায়। কিন্তু একটি শহরের আইডেন্টিটি বা পরিচয় কিছুটা হলেও গড়ে ওঠে তার নামের দ্বারা। তাই সেদিক থেকে বিচার করতে হলে নামে কিছুটা তো যায় আসে বৈকি।

জানেন কি, আমাদের প্রিয় কল্লোলিনী তিলোত্তমা কলকাতা নগরীরও আছে নেমসেক। অর্থাৎ একই নামের অন্য একটি শহর আছে বিদেশেও। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিত। ক্যালকাটা নামের একটি শহর আছে সুদূর আমেরিকার ওহিওতে কলম্বিয়ানা কাউন্টির সেন্ট ক্লেয়ার টাউনে বিংশ শতাব্দীর শেষ ভাগে এটি ব্যবসায়িক কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। এখানেই রয়েছে আইকোনিক বিভার ক্রিক স্টেট পার্ক।

কলকাতার মতোই আরেকটা দিল্লি রয়েছে বিদেশেও। আমাদের দেশের রাজধানী দিল্লি। তেমনই কানাডার অন্টারিও প্রদেশে রয়েছে দিল্লি। তবে ইংরেজি বানান Delhi অনুযায়ী তা উচ্চারণ করা হয় ডেল হাই হিসাবে। এই বিশেষ জায়গাকে বলা হয় টোব্যাকো কান্ট্রির প্রাণকেন্দ্র। প্রাচীন শহর পটনা বিহারের রাজধানী। মগধভূম পটনার আগের নাম ছিল পাটালিপুত্র। ইউরোপের দেশ স্কটল্যান্ডে রয়েছে পটনা শহর। এখানে রয়েছে বিখ্যাত সমুদ্র সৈকত Ayr beach।

আরেক প্রাচীন শহর, নবাবদের শহর হল লখনউ। উত্তর প্রদেশের রাজধানী লখনউ। একই নামধারী জায়গা রয়েছে আমেরিকার পেনসিলভেনিয়ায়। হাওড়ায় রয়েছে বালি, তেমনই ইন্দোনেশিয়ার বিখ্যাত পর্যটনকেন্দ্র হল বালি। তেমনই মরুরাজ্য রাজস্থানের পালি জেলায় রয়েছে ছোট্ট জনপদ বালি। পঞ্জাবের গুরুত্বপূর্ণ জেলা ফরিদকোট। ব্রিটিশ আমলে এটি প্রিন্সলি স্টেট ছিল। ১৯৪৮ সালে ভারতে অন্তর্ভুক্ত হয়। পড়শি দেশ পাকিস্তানেও আছে ফরিদকোট।

তামিলনাড়ুর সালেম ইস্পাতনগরী হিসাবে পরিচিত। আমেরিকাতেও সালেম নামে শহর আছে। হিব্রু ভাষায় সালেম কথার অর্থ শান্তি। বাংলাদেশের রাজধানী ঢাকা, তেমনই বিহারেও একই নামের শহর এমনকি বিধানসভা কেন্দ্র রয়েছে।

কেরালার বন্দর শহর কোচি। তেমনই জাপানের টোসা প্রদেশে রয়েছে প্রাসাদনগরী কোচি। কোচি প্রাসাদের নামেই শহরের নামকরণ করা হয়েছে। গুজরাতের সাংস্কৃতিক রাজধানী বলে পরিচিত বরোদা। সুদূর আমেরিকায় রয়েছে বরোদা নামের শহর।

Related Articles