অফবিট

বেড়াতে যাচ্ছেন? হোটেল বা হোমস্টে’র ঘরে লুকনো ক্যামেরা নেই তো, কীভাবে বুঝবেন?

If there is no hidden camera in the hotel room, how do you know?

The Truth Of Bengal, Mou Basu : শীতের মরসুমে অনেকেই বেড়াতে যাচ্ছেন। কেউ একা কেউ বা পরিবার নিয়ে, কেউ বা দলবল নিয়ে। অচেনা অজানা জায়গায় হোক কিংবা চেনা পরিচিত জায়গা। বেড়াতে গিয়ে কেউই বিশেষ ঝক্কি ঝামেলা পোহাতে চায় না। কিন্তু এখন প্রযুক্তিগত উদ্ভাবন ও উন্নতির দৌলতে একদিকে বেড়ানো যেমন সহজ হয়েছে তেমনই চিন্তাও বেড়েছে অন্যদিকে। যেমন, বেড়ানোর জায়গায় আপনার অজান্তেই হোটেল বা গেস্ট হাউজে বা হোমস্টে-তে আপনার ঘরে কেউ লুকোনো ক্যামেরা ফিট করে রাখেনি তো? তা’হলে কিন্তু আপনার ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও অন্য কারোর হাতে চলে যেতে পারে। সেক্ষেত্রে আপনার সম্মানহানির পাশাপাশি কেউ বদ মতলবে আপনার সঙ্গে ব্ল্যাকমেলিংও করতে পারে। তাই চোখকান খোলা রাখুন, সজাগ, সতর্ক থাকুন।

কীভাবে বুঝবেন হোটেলের রুমে কেউ আপনার অজান্তেই ক্যামেরা লুকিয়ে ফিট করে রেখেছে কিনা—
১) ভালো করে হোটেলের ঘর পর্যবেক্ষণ করুন। আলো, টেবিল ল্যাম্প, অ্যালার্ম ঠিক জায়গায় আছে তো? হাতে ধরে দেখুন। ঘরে কোনো বৈদ্যুতিক গ্যাজেটস অস্বাভাবিক ভাবে নেই তো।
২) স্মোক ডিটেক্টর বা শৌচাগারেও ক্যামেরা লুকোন থাকতে পারে। তাই সেদিকে নজর রাখুন।
৩) দেওয়ালে কোনো ছবি, আর্টপিস লাগানো থাকলে তাও ভালো করে দেখুন। আলমারি বা তাকে কিছু নেই তো, সেদিকে নজর রাখুন। সুইচবোর্ড, ঘরের মধ্যে গাছ থাকলে তার টবের গোড়া, দেওয়াল ঘড়ি, এয়ার ফিল্টার, সব হাতেকলমে দেখে নেবেন।
৪) ভেন্টিলেটর, জানলা, এগহস্ট ফ্যানের দিকে নজর দিন।
৫) দেওয়ালে বা দরজা, জানলায় কোনো ছিদ্র থাকলে সেখানে স্পাই ক্যামেরা বসানো থাকতে পারে। তাই সেদিকে বিশেষ নজর রাখুন।

৬) মোবাইলের ফ্ল্যাশ লাইট ব্যবহার করে ঘরের চারপাশে দেখুন। ক্যামেরার লেন্স তা সে যতই ছোট হোক না কেন ফ্ল্যাশের আলোর রিফ্লেক্ট করবে। তবে ফ্ল্যাশ লাইট ব্যবহারের আগে ঘরের সব আলো বন্ধ করে দিন।
৭) অনলাইনে স্পাই ক্যামেরা যন্ত্র পাওয়া যায়। প্রয়োজনে এমন সিগন্যাল ডিটেক্টর কিনে সঙ্গে রাখুন।
৮) সন্দেহজনক জিনিস ঘরে দেখলে তা কাপড় দিয়ে ঢেকে রাখুন। বৈদ্যুতিক সরঞ্জাম হলে প্লাগ খুলে রাখুন।
৯) গুগল প্লে স্টোর থেকে ক্যামেরা বা লেন্স ডিটেক্টর মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিন।
১০) ঘরের সব আলো নিভিয়ে দিন। অন্ধকারে দেখুন কোন আলো দপদপ করছে কিনা।
১১) মোবাইলে কারোকে ফোন করুন। লুকনো ক্যামেরা থাকলে মোবাইলের সিগন্যালে অসুবিধা হবে।

 

FREE ACCESS

Related Articles