অফবিট

কীভাবে প্রেমের কথা প্রকাশ করে বিভিন্ন রাশির মানুষ

How people of different zodiac signs express love

Truth Of Bengal: চলছে প্রেমের সপ্তাহ। ভ্যালেন্টাইন্স উইক বা প্রেমের সপ্তাহর দ্বিতীয় দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এদিনটি প্রোপোজ ডে বলে পরিচিত। ভালোবাসা প্রকাশের এই বিশেষ দিন। সবার সামনে নিজেদের সম্পর্ককে প্রকাশ করার এই দিন। কিন্তু বিভিন্ন রাশির মানুষ বিভিন্ন রকম ভাবে ভালোবাসা প্রকাশ করে। আসুন দেখে নিই কোন রাশির মানুষ কেমন ভাবে প্রেমের কথা প্রকাশ করে।

মেষ- প্রেমের ক্ষেত্রে অত্যন্ত প্যাশনেট ৷ ছলচাতুরি, ধোঁয়াশা নাপসন্দ, সোজাসাপ্টা ভালোবাসার কথা প্রকাশে বিশ্বাসী।

বৃষ- সম্পর্কের ক্ষেত্রে প্রচণ্ড সিরিয়াস। সহজে ভালোবাসার কথা বলতে পারে না। তবে একবার ভালোবাসলে এরা ইঙ্গিত দেবে, আপনার খেয়াল রাখবে।

মিথুন- প্রেমের ক্ষেত্রে সবচেয়ে কেয়ারিং। জীবনের ওঠাপড়ায় সব সময়ের পাশে থাকবে। আপনাকে কেন্দ্র করেই গড়ে ওঠে মিথুন রাশির জীবন। মিথুন রাশির মানুষ আপনার সুখের জন্য সবকিছু করতে পারে।

কর্কট- প্রেমিক বা প্রেমিকার মধ্যে বিশ্বস্ত বন্ধু খোঁজে কর্কট রাশির মানুষ। বিশ্বস্ত সঙ্গী হিসাবে বিপদে আপদে সব সময় পাশে থাকবে। আপনার বলা ছোটো-ছোটো কথাও মনে রাখবে। আপনাকে প্যাম্পার করবে। ভালোবাসলে আপনার কাছে নিজেকে ধীরে ধীরে প্রকাশ করবে।

সিংহ- প্রচণ্ড ডমিনেটিং, ভালোবাসলে সোজাসুজি বলবে, না বাসলে হাবেভাবে প্রকাশ করবে।

কন্যা- আপনার ইচ্ছাপূরণই সব কন্যা রাশির মানুষের কাছে।

তুলা: অত্যন্ত আবেগপ্রবণ, সহজে ভালোবাসার কথা জানায় না। আপনাকে নিজের প্রেমে পাগল করে তোলার পর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে।

বৃশ্চিক- আপনাকে কমফোর্ট দেবে। সর্বসমক্ষে ভালোবাসার কথা জানাবে।

ধনু- এরা সহজে প্রেমে পড়ে না। ব্যক্তিগত স্বাধীনতাই সব। তবে একবার প্রেমে পড়লে আপনাকে কেন্দ্র করেই এদের গোটা জীবন। ভালোবাসা লুকোনোও বিশ্বাসী নয়।

মকর- সহজে বিশ্বাস করে না। প্রেমে পড়তে সময় লাগে।

কুম্ভ- প্রেমের ক্ষেত্রে ফ্লার্ট করতে বিশ্বাসী।

মীন-সবচেয়ে রোমান্টিক। প্রেমে পড়লে আপনাকে প্রশংসা করবে। সবার সামনে ভালোবাসার কথা জানাবে। আপনার উদ্দেশ্যে কবিতা বা গানও উৎসর্গ করবে।