অফবিট

বিউটি পার্লারে যাচ্ছেন বিউটি ট্রিটমেন্ট করতে, সাবধান আক্রান্ত হতে পারেন বিরল রোগে

Going to a beauty parlor for beauty treatments, be careful, you may be infected with a rare disease

Truth Of Bengal: ত্বকের হোক কিংবা চুলের, স্পা থেকে শুরু করে চুলের কাটিং, কিংবা পেডিকিওর ও ম্যানিকিয়র। অনেক কিছু করতেই আজকাল আমরা বিউটি পার্লারে যাই। তবে পার্লারে বিউটি ট্রিটমেন্ট করাতে গিয়েও আক্রান্ত হতে পারেন বিরল রোগে। তাই এখনই সাবধান, সতর্ক হন।

হায়দরাবাদের বছর ৫০-এর এক মহিলা পার্লারে গিয়েছিলেন চুল কাটাতে। চুল কেটে চুল শ্যাম্পু করে চুল ধোওয়ার সময় তিনি আচমকা বিরল রোগ বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোমে আক্রান্ত হন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বিউটি পার্লারে গিয়ে বিউটি ট্রিটমেন্ট করার সময় দীর্ঘ সময় ধরে অস্বস্তিকর অবস্থায় থাকলে স্নায়বিক সমস্যার আশঙ্কা বাড়ে। মস্তিষ্কের রক্তপ্রবাহ কমে যায়, ঘাড়ে রক্তনালি সঙ্কুচিত হতে পারে।

চুল শ্যাম্পু করে চুল ধোওয়ার সময় উল্টো দিক করে মাথা রাখার ফলে ঘাড়ের পেছনের দিকে মস্তিষ্কে রক্ত সঞ্চালনকারী শিরাটি চেপে বসে যায়। বাড়ে স্ট্রোক হওয়ার আশঙ্কা। বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম হল এমন এক বিরল রোগ। ঘাড়ে থাকা ভার্টিব্রাল ধমনীর মাধ্যমে রক্ত মস্তিষ্কে প্রবাহিত হওয়ার সময় বাধাপ্রাপ্ত হলে এই বিরল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। ১৯৯৩ সালে আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রথম বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোমের উল্লেখ মেলে।

বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোমের উপসর্গ কী কী

বমিবমি ভাব, ঝাপসা দৃষ্টি, অজ্ঞান হয়ে যাওয়া, হাতপা অসাড় হয়ে যাওয়া, ঘাড়ে ব্যথা, কথা বলতে সমস্যা হওয়া, দুর্বলতা, সাহায্য ছাড়া স্থিতিশীল ভারসাম্য বজায় রাখতে অসুবিধা হওয়া।

বিউটি পার্লারে গেলে কীভাবে সতর্ক থাকবেন

ঘাড়ে ব্যথা, স্ট্রোক হয়ে থাকলে বা ঝুঁকি থাকলে আগেভাগে বিউটি পার্লারের কর্মীদের বিষয়টি জানাবেন। যিনি চুল কাটছেন তাঁর ঘাড় স্বাভাবিক ভাবে নীচু করবেন বিউটি পার্লারের কর্মচারী। তাও কিছু সময়ের জন্য। একনাগাড়ে, টানা ঘাড় জোর করে নীচু করে রাখা যাবে না। বিউটি পার্লারের কর্মীদের সঠিক প্রশিক্ষণ দেওয়া দরকার।

Related Articles