অফবিট

১৬ জানুয়ারি বিশ্বব্যাপী ইন্টারনেট বিভ্রাট! ভাইরাল গুজবে শোরগোল নেটপাড়া

Global internet outage on January 16! Viral rumor causes uproar Netpara

Truth Of Bengal: সম্প্রতি ইন্স্টাগ্রামে ছেয়ে রয়েছে একটি ভিডিও। সেই ভিডিও-তে ২০২৫ সালের ১৬ জানুয়ারি বিশ্বব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের পূর্বাভাসের কথা বলা হয়েছে। এই ভিডিওটি ‘দ্য সিম্পসনস’-নামক এক টিভি শো-এর একটি পর্বের বলে দাবি করছে নেটিজেনরা। সমাজমাধ্যমে এই নিয়ে জোর আলোচনা-সমালোচনা চলছে।

প্রায়শই ভবিষ্যত ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য সুপরিচিত ও জনপ্রিয় টিভি শো হল এই “দ্য সিম্পসনস”। এই শো-এর দর্শকরা বারংবার উল্লেখ করেন, স্মার্টওয়াচের উদ্ভাবন থেকে শুরু করে বিশ্বের খুঁটিনাটি গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাসও এই শো-এর মধ্য দিয়ে জানা যায়। সোশ্যাল মিডিয়াতে এই “ভবিষ্যদ্বাণী” উদযাপনকারী ক্লিপ এবং মিম ভরে রয়েছে, যেখানে অনেকে হাস্যকরভাবে নির্মাতাদের “সময় পরিব্রাজক” হিসাবে উল্লেখ করা হয়েছে।

এই ভিডিওটি ইনস্টাগ্রামে বহু মানুষ শেয়ার করেছে, যেখানে অনেকে মন্তব্যও করেছেন। অনেকে দাবি করছে, সত্যি হলেও হতে পারে। কেউবা বলেন এই ব্ল্যাকআউট পুরো বিশ্বকে প্রভাবিত করবে। অন্য দিকে অনেকে দাবি এটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে অনেকেই এই বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন, ওই দিন আদৌ ইন্টারনেট থাকবে কিনা তা জানতে তাঁরা ১৬ই জানুয়ারি রিল দেখবেন। ভিডিওটির আর একটি অংশে দাবি করা হয়েছে, সমুদ্রের তলদেশের একটি কেবল কামড়ে ছিঁড়ে ফেলবে একটি সাদা হাঙর, সেকারণে এই বিভ্রাট ঘটবে।

Related Articles