অফবিট

নিজস্বী তুলতে গিয়ে নিজের সন্তানকে পশুরাজের মুখে ঠেলে দিল বাবা, প্রকাশ্যে ভিডিয়ো

Father pushed his son in the face of animal while taking selfie, video released

Truth Of Bengal : নিজস্বী তুলতে গিয়ে নিজের সন্তানকে পশুরাজের মুখে ঠেলে দিলেন সেই পুত্রেরই বাবা। হ্যাঁ, শুনে অবাক করে দেওয়ার মতো ঘটনা মনে হলেও ইতিমধ্যেই এই ধরনের একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

বর্তমানে নিজস্বী তোলা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ট্রেন্ডের চক্করে পড়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে যাচ্ছে। আর এবার যা হল তা আর বলার নেই। নিজের বাবা হয়ে সন্তানকে ঠেলে দিল মৃত্যুর মুখে। কিভাবে শুনবেন? জলজ্যান্ত এক সিংহের পিঠের ওপর চড়িয়ে। সন্তান ভয়ের চোটে কেঁদে ভাসালেও জোর করে তাকে দিয়ে বাঘের সঙ্গে ছবি তোলানোর ইচ্ছে বাবার। এবার কি হবে? চুপ করে থাকবে পশুরাজ? একবারেই না, পশুরাজ ভালোই ভালো কিন্তু তাকে কেউ বিরক্ত করলে সে তো খারাপ হবেই। শিশুটির বাবার এইরূপ কাণ্ডে ক্রুদ্ধ হয় পশুরাজও। ছুটে আসে পিতা ও পুত্রের দিকে। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তবে ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল।

এই ভিডিয়ো দেখে বহু মানুষ বহু প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিয়োটিতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে গেছে। ২০ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। অনেকেই বাবার উপরে ক্ষোভ প্রকাশ করেছেন ভিডিয়ো দেখে। বাবা হয়ে এটা কি করছেন ওই ব্যক্তি, নিজের পুত্র সন্তানের জন্য কোন দায়িত্বজ্ঞান নেই, এমনই প্রশ্ন তুলেছেন অনেকেই।

Related Articles