
The Truth of Bengal,Mou Basu: ভারতের মধ্যে আছে ” বাংলাদেশ”। না না, এটা ভাববেন না যে বাংলাদেশের থেকে আসা নাগরিক বা দেশভাগ, বঙ্গভঙ্গ বা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ভারতে আসা মানুষ মিলে তৈরি করেছে এদেশে এই একখণ্ড বাংলাদেশ। সুদূর কাশ্মীরে রয়েছে একটা আস্ত “বাংলাদেশ”।কাশ্মীরের বান্দিপোরা জেলায় জেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরে রয়েছে ছবির মতো সাজানো সুন্দর এক গ্রাম। নাম তার বাংলাদেশ।
অপার প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা উলার হ্রদের কোলে অবস্থিত এই গ্রাম। চারপাশে রয়েছে পাহাড় ও ঝরনা। বান্দিপোরা-সোপর রাস্তা ধরে সহজেই পৌঁছনো যায় এই গ্রামে। ছবির মতো সাজানো এই গ্রামে জনসংখ্যা মেরেকেটে ৩০০। অপার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ধীরে ধীরে পর্যটন মানচিত্রে জায়গা করে নিচ্ছে ” বাংলাদেশ” গ্রামটি।এক সময় এই গ্রামের নাম ছিল জুরিমন। সে সময় এই গ্রামে আগুন লাগিয়ে দেওয়া হয়। গৃহহীন হয়ে পড়েন গ্রামবাসীরা।
নিজেদের পুরনো বসতবাটি ছেড়ে কিছু দূরে বাড়িঘর তৈরি করে থাকতে শুরু করেন তাঁরা। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এই ঘটনা ঘটে বলে গ্রামের নাম হয় বাংলাদেশ। এক সময় এই গ্রামে ৫-৬ টা বাড়ি ছিল মেরেকেটে। এখন ৫০-৬০টা বাড়ি রয়েছে। গ্রামবাসীরা কৃষিকাজের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন সরকারি রেকর্ডে এগ্রামের কোনো অস্তিত্ব ছিল না। ২০১০ সালে বান্দিপোরার জেলাশাসকের দফতর বাংলাদেশ গ্রামকে সরকারি স্বীকৃতি দেয়। পৃথক গ্রাম হিসাবে পরিচিতি লাভ করে “বাংলাদেশ” গ্রামটি।
Free Access