ক্রিসমাস ট্রি ছাড়া অসম্পূর্ণ বড়দিন, কীভাবে এল কী ক্রিসমাস ট্রি?
Christmas is incomplete without a Christmas tree, how did the Christmas tree come about?

Truth Of Bengal: মৌ বসু: ক্রিসমাস ট্রি’র ইতিহাস অনেক প্রাচীন। প্রাচীন মিশর ও রোমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে ক্রিসমাস ট্রি’র ইতিহাস। খ্রিষ্ট ধর্মের উদ্ভাবনের অনেক আগে থেকেই শীতে যে সব গাছ সবুজ থাকে সে সব গাছের গুরুত্ব প্রাচীন সময় থেকেই মানুষের কাছে ছিল প্রবলভাবে। শীতে উৎসবের উদযাপনের অঙ্গ হিসাবে পাইন, স্প্রুস, ফারের মতো চিরহরিৎ গাছের ডাল দিয়ে বাড়িঘর সাজানোর প্রথা ছিল প্রাচীন সময়ও। প্রাচীন সময়ের মানুষের বিশ্বাস ছিল এভাবে ঘর সাজালে ঘরবাড়ি থেকে রোগভোগ, অশান্তি, নেতিবাচক শক্তির প্রভাব দূরে থাকবে।
উত্তর গোলার্ধে ২১ বা ২২ ডিসেম্বর দিন হয় ছোটো আর রাত হয় দীর্ঘ। প্রাচীন কালে মনে করা হত, শীতে সূর্য দেবতা দুর্বল হয়ে পড়ে। তাই শীতে চিরহরিৎ গাছ দিয়ে বাড়িঘর সাজানো হলে সূর্য দেবতা আবারও শক্তি ফিরে পাবেন। প্রাচীন মিশরীয়রা রা বা সূর্য দেবতার উপাসক ছিল। মৃত্যুকে জয় করতে প্রাচীন মিশরীয়রা সবুজ গাছগাছালি ও প্যাপিরাসের দানা দিয়ে বাড়ি সাজাতেন। মিশরীয়দের মতোই প্রাচীন রোমানরা কৃষি দেবতা শনির উপাসনা করতে সূর্যের পুজো করতেন। মনে করা হয়, আধুনিক ক্রিসমাস ট্রি জার্মানদের হাত ধরে জনপ্রিয় হয়ে ওঠে। ১৬ শতকে জার্মানদের হাত ধরে ক্রিস্টমাস ট্রি সাজানোর প্রথা শুরু হয়। মার্টিন লুথার কিং ক্রিস্টমাস ট্রি আলো দিয়ে সাজানোর প্রথা শুরু করেন।
ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, আজ থেকে প্রায় হাজার বছর আগে উত্তর ইউরোপে ক্রিসমাস ট্রি বড়দিনের উদযাপনের অঙ্গ হয়ে ওঠে। ১৫ শতকের শেষ দিকে প্রথম বার ক্রিসমাস ট্রি’র ব্যবহার শুরু হয়। ১৪৪১ সালে এস্তোনিয়ায় জনসমক্ষে প্রথম বার ক্রিসমাস ট্রি সাজিয়ে রাখা হয়। আবার অন্য মতে, লাটভিয়ার রিগাতে ১৫১০ সালে প্রথম বার এই গাছ সামনে আসে। ১৬ শতকে জার্মানিতে প্রথম বার ক্রিসমাস ট্রি বা ফার গাছ বাড়ির অন্দরমহলে সাজিয়ে বড়দিনের উদযাপন হয়। ইংল্যান্ডে ক্রিসমাস ট্রি’র আগমন ঘটে অনেক পরে।
অনেক পরে আমেরিকায় জনপ্রিয় হয়ে ওঠে ক্রিস্টমাস ট্রি। এক সময় নিউ ইংল্যান্ডের পিউরিটান নেতারা বড়দিনের উদযাপনকে অপবিত্র বলে মনে করতেন। ১৮-১৯ শতকে আমেরিকায় জার্মান ও আইরিশ শরণার্থীদের হাত ধরে ক্রিসমাস ট্রি জনপ্রিয় হয়ে ওঠে। সাধারণত ইউরোপীয়রা ছোট উচ্চতার ক্রিসমাস ট্রি পছন্দ করত কিন্তু আমেরিকানরা বিশাল বড়ো আকারের ক্রিসমাস ট্রি পছন্দ করত। ২০ শতকে আমেরিকানরা বাড়িতে থাকা ঘর সাজানোর জিনিস দিয়ে ক্রিসমাস ট্রি সাজাত কিন্তু জার্মানরা ক্রিসমাস ট্রি সাজাত আপেল, বিভিন্ন রকমের বাদাম, কুকি আর পপকর্ন দিয়ে। আলো দিয়ে সাজানো হত ক্রিসমাস ট্রি।