বাঘের মুখে আস্ত অজগর! তারপর কি ঘটল দেখুন
A whole python in the tiger's mouth! See what happened next

Truth Of Bengal : জঙ্গলের আড়ালে দেখা যাচ্ছে ডোরাকাটা বাঘের মতো কিছু একটা প্রাণী। তবে একি! তার মুখে ওটা কি ঝুলছে? তার মুখের মধ্যে ঝুলছে বিশাল একটি অজগর সাপ। সরীসৃপের মধ্যে সবচেয়ে হিংস্র প্রাণীটিকে শিকার করেছে বাঘটি। আর মুখে সেই অজগর নিয়েই হাঁটাচলা করে বেড়াচ্ছে সে। আর সেই রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
সম্প্রতি ‘ওয়াইল্ডকর্ণাটক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছে সেই ভিডিয়ো। প্রকাশ্যে আসা ভিডিয়োতে দেখা গেছে একটি বাঘ গাছের চারিদিকে ঘোরাফেরা করছে। সে আসলে জঙ্গল থেকে শিকার করেছে একটি অজগর। যাকে খেতে রীতিমত ব্যস্ত সে। মৃত অজগরের দেহ মুখের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাঘটি। সেই বাঘের মুখের দুপাশ দিয়েই ঝুলতে দেখা যাচ্ছে অজগরকে।
এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানে। এক পর্যটক এই পুরো দৃশ্য ক্যামেরা বন্দি করেছে। আর সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ভিডিয়োটিতে যথেষ্ট লাইক কমেন্ট পড়তে দেখা গিয়েছে।