ব্যস্ত রাস্তায় হঠাৎ চুরি, খোয়া গেল ৫ লক্ষ টাকার গহনা!
A sudden theft on a busy street, jewelry of 5 lakh rupees was lost!

Truth Of Bengal : দিনে দুপুরে ডাকাতি। এক বৃদ্ধ দম্পতি বড়া পাও খেতে গিয়ে খোয়ালেন ৫ লক্ষ টাকার গয়না। ভয়ানক সেই ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ঘুরছে। এখানে দেখা যাচ্ছে বড়া পাও খাওয়ার জন্য বাইরে স্কুটার দাঁড় করিয়ে ভদ্রলোক দোকানের ভেতরে ঢোকেন। তার স্ত্রী স্কুটারের কাছে দাঁড়িয়ে থাকলেও সঙ্গে থাকা ব্যাগটি স্কুটারেই ঝোলানো ছিল। আর সেই সুযোগ নিয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক চোর সেই ব্যক্তিকে ছিনিয়ে নেয় । সেই ব্যাগে পাঁচ লক্ষ টাকার গহনা ছিল । চোর ব্যাগ নিয়ে চম্পট দেওয়ার পর ওই মহিলা দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন। তাতে এগিয়ে আসে দু-একজন। তাতে চোর কে আর ধরা যায়নি। ঘটনাস্থল পুণের বড়া পাওের দোকানের সামনে।
A couple’s gold jewellery valued at ₹ 4.95 lakh was stolen while they paused to buy vada pav after picking it up from a bank. The incident took place on Thursday outside a vadapav shop in Shewalewadi.#goldchain #shewalewadi #Pune #punepolice #robbery pic.twitter.com/oFYGmuTso4
— Pune Pulse (@pulse_pune) August 30, 2024
পুলিশ অনুমান করছে ছিনতাইবাজরা ওই দম্পতিকে আগে থেকেই ফলো করছিল। অপেক্ষা করছিল সুযোগের। কখন ওই দম্পতির কাছ থেকে হাতিয়ে দিতে পারবে এত গয়না। পুলিশের কাছে দায়ের করা হয়েছে লিখিত অভিযোগে। পুলিশ ওই মহিলার বয়ান রেকর্ড করেছে সঙ্গে রাস্তার সিসি ক্যামেরার ভিডিও নিয়ে দুস্কৃতিদের খোঁজ করছে। এর নেপথ্যে এক না একাধিক তার উত্তর মিলবে তদন্ত শেষে। তবে যারা এই ভিডিও দেখেছেন তারা বলছেন কেন এই টাকার গয়না এভাবে স্কুটিরে রাখলেন দম্পতি ? প্রশ্ন তুলছেন আমজনতা। ভিডিওতে দেখা যাচ্ছে , স্কুটার থেকে এক ব্যক্তি একটা ব্যাগ তুলে পালালেন। যার গায়ে সাদা শার্ট রয়েছে। ওই বৃদ্ধা চম্পট দেওয়া চোরের পিছনে পিছনে চিৎকার করতে করতে কিছুদূর যান। তাঁর চিৎকারে দোকান থেকে অনেকে বেরিয়ে আসেন অনেকে।