অফবিটরাজ্যের খবর

বঙ্গ শিল্পীর বিশ্বজয়! শিল্প সাধনায় মিলল স্বীকৃতি

3D Illusion Artist

The Truth of Bengal: নতুন কিছু ভাবা,নতুন কিছু করাই তাঁর  শিল্পসাধনার মূলকথা।বিগত ২৩বছর ধরে তিনি তুলির টানে শিল্পের পুর্নজন্ম ঘটিয়েছেন।নিত্য নতুন ছবিতে তাক লাগানোর কাজ করে চলেছেন তিনি।নিজের বাড়িতে তৈরি করেছেন চিত্র-গ্যালারি। যেখানে হাজারো সৃষ্টির সমারোহ,দর্শনচিন্তার মূর্ত প্রতীক সেইসব কোলাজ।এখন ছটি রিয়েলইস্টিক থ্রিডি ইল্যুশন পেইন্টিং তৈরি করে ওয়ার্ল্ড গ্রেটেস্ট রেকর্ড বইয়ের নিজের নাম উজ্বল করলেন নদিয়ার চিত্রশিল্পী সৌমিত্র মন্ডল।

ছবিগুলি আঁকার পরেই তিনি  মে মাসে অনলাইনের মাধ্যমে তিনি রেজিস্ট্রেশন করেন ওয়ার্ল্ড গ্রেটেস্ট রেকর্ড এর জন্য। প্রায় মাসখানেক পর সেই সব   আবেদন অনুমোদিত  হয়। এর বেশ কিছুদিন পরেই সেই সংস্থা থেকে তাদের দেওয়া শংসাপত্র, মেডেল ইত্যাদি বিভিন্ন জিনিস এসে পৌঁছায় তার বাড়িতে। এখন আনন্দের মুহুর্তে সাধনার দীর্ঘ পথের কথাই তাঁর মনে পড়ছে।নয়া থ্রিডি ইল্যুশন পেন্টিং এক ধাঁধার আবহ তৈরি করবে বলেও সমঝদার শিল্পরসিকদের উদ্দেশ্যে বলছেন পুরস্কারজয়ী এই শিল্পী।

চিত্রশিল্পী সৌমিত্র মন্ডল এর আগেও গত বছর ডিসেম্বর মাসে একটি আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে   অ্যাওয়ার্ড পান। সেটি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। সেখানে তিনি বেস্ট আর্টিস্ট হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এই আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে আরও সাতটি দেশ থেকে শিল্পীর অংশগ্রহণ করেছিল বলে জানান তিনি। নিজের প্রতিভা দিয়ে নিত্যনতুন শিল্পকলার সৃষ্টি করে তিনি যেভাবে নদিয়াবাসীর মতো বাংলার মানুষের মুখ উজ্বল করছেন তার তারিফ করছেন অনেকেই।অতনু গোস্বামী।

Related Articles