অফবিট

শিয়ালের পিছন ছুটে চলেছে ৩ টি চিতা, শেষমেশ প্রাণে বাঁচল শিয়াল, জানুন কিভাবে?

3 cheetahs are running behind the fox, finally the fox survived, know how?

Truth Of Bengal : জঙ্গলের ভেতর ঝড়ের গতিতে ছুটে চলেছে শিয়াল। আর তার পিছনে আছে তিনটি চিতা। সেই তিন চিতা তাকে ধরার চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই চিতার গতিবেগের সঙ্গে পেরে উঠছে না শিয়ালটি। তবুও প্রাণ বাঁচানোর জন্য ছুটে পালাচ্ছে সে। এভাবে দৌড়াতে দৌড়াতেই পিছন দিক থেকে ছুটে এসে তার ঘাড়ের উপর পড়ল একটি চিতা। নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পাল্টি খেল শিয়ালটি। তারপরেই তিনটি চিতা মিলে ঘিরে ধরল তাকে।

এই হিংস্র চিতাদের মধ্যে পরে যে দয়ার সাগর দেখা দেবে তা ভাবতেও পারেনি নেট দুনিয়া। ছেড়ে দিল শিয়ালটিকে। আর শিয়ালটি ফাঁক পাওয়া মাত্রই প্রাণ হাতে নিয়ে ছুট দিল অন্যদিকে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিও। যেখানে লাইক এবং কমেন্টে বন্যা বইয়ে দিয়েছে নেটিজেনরা। এই ভিডিও দেখে অনেকেই অনেক মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন চিতাগুলি  হয়তো শিয়ালটিকে স্বীকার করতে চাইনি, তার সঙ্গে হয়তো খেলা করার ইচ্ছা হয়েছিল চিতাগুলির তাই শেষ পর্যন্ত তাকে প্রাণে বাঁচতে দেয় তাকে আর ধাওয়া করেনি। আবার একজনের মতে এই গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে একাধিক মুহূর্ত যা দেখলে সত্যিই অবাক হওয়ার মত।

Related Articles