অফবিট

বাবা-মাকে হারিয়ে অনাথাশ্রমে কেটেছে শৈশব, হোটেল বয়ের কাজ করে ম্যাজিস্ট্রেট হয়ে দেখান এই ব্যক্তি!

 

বাংলার এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মা তাকে অনাথ আশ্রমে রেখে কাজ করতে যান। আশ্রমে আব্দুলের মেধা দেখে এক আইএএস অফিসার তাকে উৎসাহিত করেন। আব্দুলের মাও তার ছেলেকে পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করেন।

অভাবের সংসারে আব্দুলকে অনেক কষ্ট করে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে। হোটেল বয় থেকে খবরের কাগজের হকারি, অর্থের জন্যে সব কিছুই করেছেন তিনি। এই অভাব-অনটনের মধ্যেও আব্দুল পড়াশোনা চালিয়ে যান এবং ১৯৯৫ সালে ইংরেজিতে মাস্টার ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি সরকারের স্বাস্থ্য বিভাগে চাকরি পান।

আব্দুলের মায়ের স্বপ্ন ছিল যে তার ছেলে আইএএস অফিসার হবে। আব্দুল তার মায়ের স্বপ্ন পূরণ করতে নিরলস পরিশ্রম করেন। ২০০৬ সালে তিনি ডেপুটি কালেক্টর এবং ২০০৭ সালে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হন।

আব্দুলের গল্প প্রমাণ করে যে, অদম্য মনের জোরে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। তিনি একজন অনুপ্রেরণা। তার গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি যে, কখনো স্বপ্ন ত্যাগ করা উচিত নয়।

Related Articles