অফবিট
দশম শ্রেণিতে ব্যর্থ, জুটেছিল সবার কটাক্ষ! তা সত্ত্বেও মাত্র ২২ বছর বয়সে আইএএস হয়ে দেখান ইনি

অঞ্জু শর্মা একজন অসামান্য নারী। তিনি দশম শ্রেণিতে রসায়নে ফেল করলেও, অদম্য জেদ এবং পরিশ্রমের মাধ্যমে মাত্র ২২ বছর বয়সে আইএএস অফিসার হয়েছিলেন।
অঞ্জু শর্মা ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। কিন্তু দশম শ্রেণির মিড টার্ম পরীক্ষায় রসায়নে পাশ করতে পারেননি। এই ব্যর্থতায় তিনি ভেঙে পড়েননি। বরং আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যান। এরপর দ্বাদশ শ্রেণিতে বোর্ডের পরীক্ষায় তিনি রসায়নে স্টার পেয়ে পাশ করেন।
কলেজে পড়াকালীন তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। তিনি জানতেন যে এই পরীক্ষাটি খুবই কঠিন। কিন্তু তিনি মনোবল হারাননি। কঠোর পরিশ্রম করে তিনি প্রথমবারেই ইউপিএসসি পরীক্ষায় সফল হন।
অঞ্জু শর্মার সাফল্যের গল্প আমাদের শিক্ষা দেয় যে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমরাও আমাদের লক্ষ্য অর্জন করতে পারি।