অফবিট

৫০ বছর শুধু জল ও নরম পানীয় খেয়ে বেঁচে রয়েছেন এই ভিয়েতনামি বৃদ্ধা! হতবাক ডাক্তাররাও

 

জল যে জীবন তা সকলের জানা। কিন্তু জল ছাড়াই দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব? যুক্তি মানবে না। কিন্তু ভিয়েতনামের নাগরিক বুই তি লোই সেই কাণ্ডই করেছেন বলে দাবি। তিনি নাকি গত ৫০ বছর ধরে শুধু জল ও নরম পানীয় খেয়ে বেঁচে আছেন।

৭৫ বছর বয়সী বুই তি লোইয়ের দাবি, ১৯৬৩ সালে যুদ্ধের সময় খারাপ আবহাওয়ার মধ্যে অন্য মহিলাদের সঙ্গে পাহাড়ে উঠছিলেন তিনি। তখনই বজ্রপাত হয়। বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

জ্ঞান ফেরার পর তিনি আর শক্ত খাবার খেতে পারেননি। ফল খেয়ে কিছুটা সুস্থ হয়ে উঠলেও, শক্ত খাবারের গন্ধে বমি হয় তার। এরপর থেকে তিনি শুধু জল ও নরম পানীয় খেয়ে বেঁচে আছেন।

Related Articles