ব্যস্ত জীবনে একটু যত্ন নিন নিজের, চুল ও ত্বকের স্বাভাবিক দীপ্তিতে ফিরিয়ে আনতে ভরসা রাখুন আদায়
Trust ginger to bring back the natural luster of hair and skin

The Truth Of Bengal : সর্দিকাশি উপশম করতে আদা চায়ের জুড়ি মেলা ভার। পাশাপাশি, ভেষজ গুণ সম্পন্ন আদা চুল ও ত্বকের যত্নেও বিশেষ কার্যকরী। ব্রণ দূর করার পাশাপাশি বিবর্ণ ত্বকের স্বাভাবিক দীপ্তি ফিরিয়ে আনে আদা।
আসুন দেখে নিই কীভাবে রূপচর্চায় আদাকে ব্যবহার করবেন —
১) ত্বকের নরম ও কোমল ভাব ফিরিয়ে আনতে আদা, মধু ও লেবুর রস মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন। ১৫-২০ মিনিট মুখে ও গলায় লাগিয়ে রাখুন। ঠান্ডা জলে ধুয়ে নিন।
২) ২ চামচ অলিভ অয়েলের সঙ্গে সম পরিমাণ চিনি ও ২ চামচ আদা কুচি মেশান। কয়েক ফোঁটা লেমন অয়েল মিশিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করুন। ত্বক সামান্য জলে ভিজিয়ে মিশ্রণ লাগিয়ে রাখুন। হালকা ভাবে ম্যাসাজ করুন। কিছু সময় রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।
৩) আদার রস ফ্রিজে রেখে ঠান্ডা করে ত্বকের দাগছোপের ওপর লাগিয়ে রাখুন। কিছু সময় পর ভেজা কাপড় দিয়ে মুছে নিন। প্রতিদিন ২ বার ব্যবহার করলে ধীরে ধীরে কালো দাগছোপ মিলিয়ে যাবে।
৪) ১ চামচ আদা গুঁড়ো, ১ চামচ মধু ও লেবুর রস মিশিয়ে ফেস প্যাক তৈরি করে মুখে, গলায় ও হাত পায়ে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। ঠান্ডা জলে ধুয়ে নিন। সপ্তাহে একবার ব্যবহার করলে ব্রণ দূর হবে।
৫) আদার রসে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে যা ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায়। ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া আটকায় আদার রস। ত্বকের রিঙ্কলস কমে।
৬) চুলের গোড়া মজবুত করে আদার রস। চুলের বৃদ্ধি ঘটায়। মাথার তালু থেকে খুশকি দূর করে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিমাইক্রোবায়াল গুণ সম্পন্ন আদা। শ্যাম্পুতে আদার রস মিশিয়ে লাগান।
FREE ACCESS