লাইফস্টাইল

ত্বকের যত্ন নিন, নেপথ্যে টমেটোর রস

Take care of the skin

The Truth of Bengal: ত্বক পরিচর্যা করতে ব্যবহার করেন বিভিন্ন ব্র্যান্ডের ফেসপ্যাক। তা সত্ত্বেও লাভ হচ্ছেনা কিছুতেই ? এবার ফলো করুন ঘরোয়া কিছু টোটকা। ত্বকের যত্ন নিন টমেটোর রস ব্যবহার করে। টমেটোর রসে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন কে। স্কিন প্রবলেম খুব সহজেই নিরাময় সম্ভব এই টমেটো রস ব্যবহারের মাধ্যমে। আর ঘরোয়া পদ্ধতিতে কীভাবে কাজে লাগাবেন এই টমেটো রসকে, আসুন জেনে নেওয়া যাক।

ব্যবহার করুন টমেটোর পিউরি:

প্রথমে একটি টমেটো নিয়ে তার অর্ধেক করে নিন। এরপর ছোট ছোট করে টুকরো করে কেটে টমেটোর পিউরি তৈরি করুন। গোটা মুখে এই উপকারী পিউরি লাগিয়ে আঙুল দিয়ে মাসাজ করুন। ১৫-২০ মিনিট রেখে স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন। একদিন অন্তর এই টোটকা ব্যবহার করতে পারেন। উজ্জ্বল ও ফর্সা ত্বকের জন্য এর থেকে সহজ ও ঘরোয়া উপকরণ নেই।

ব্যবহার করতে পারেন টমেটো ও দইও:

প্রথমে একটি টমেটো নিয়ে সেটিকে অর্ধেক করুন। তারপর গ্রেট করুন সেই টমেটোটিকে। সেই টমেটোটি থেকে রস বার করে নিন। এরপর একটি পাত্র নিয়ে তার মধ্যে সংগ্রহ করে তাতে ১ চামচ মধু মিশিয়ে দুর্দান্ত ফেস প্যাক বানান। মুখ, গলা, ঘাড় পর্যন্ত প্যাক লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিস্কার জল দিয়ে মুখ, গলা ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক ব্যবহার করলে উপকার মিলবে।

তাহলে আর দেরি কীসের ? নিয়মিত মানুন এই ঘরোয়া টোটকা আর বাড়িয়ে তুলুন আপনার ত্বকের উজ্জ্বলতা।

Related Articles