
The Truth of Bengal: ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য, জেল্লা, চকচকে ভাব ফিরিয়ে আনতে এক টুকরো বরফই যথেষ্ট। শরীরের সৌন্দর্য রক্ষায় সামান্য বরফের অবদান অসামান্য। আইস কিউব শুধু মুখের ত্বককেই স্বস্তি দেয় না মুখের রোমকূপের খোলা ছিদ্রও বন্ধ হয়ে যায়। ফলে ত্বক পরিষ্কার থাকে।
বরফের টুকরোয় কীভাবে ত্বকের সমস্যার সমাধান?
চেহারার জেল্লা ফিরিয়ে আনে– অনেক সময় ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য কমে যায়। চোখে মুখে ক্লান্তির ছাপ পড়ে। এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে বরফ। মিনিট খানেক ভালো ভাবে বরফ দিয়ে ঘষলে ফিরে আসবে জেল্লা।
শরীরের ক্লান্তি দূর করে– ২টি গ্রিন টি’র ব্যাগ নিন। তা ব্যবহার করে গ্রিন টি তৈরি করে নিন। তারপর সেটি ডিপ ফ্রিজে রেখে আইস কিউব বানান। যখনই ক্লান্ত লাগবে আইস কিউব ফ্রিজ থেকে বের করে নিয়ে মুখে ঘষে নিন। শরীরের ক্লান্তি দূর হবে। এতে চোখের নীচের কালিও দূর হয়।
মুখের ফোলা ভাব কমায়– বরফ ঘষলে চোখের ফোলা ভাব কমে যায়। মুখের ফোলা ভাবও অল্প সময়ের মধ্যে কমিয়ে দিতে পারে বরফের টুকরো। মেকআপ করার আগে মুখে কিছুটা বরফের টুকরো ঘষলে চেহারা অনেকটাই মসৃণ হয়ে যায় কয়েক মুহূর্তে। মেকআপ স্থায়ী করতে এক টুকরো বরফ মুখে ঘষে নিন। তারপর সেই জল শুকিয়ে গেলে মেকআপ করা শুরু করুন। মেকআপ দীর্ঘস্থায়ী হবে।
ত্বক টানটান করে– বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক সঙ্কুচিত হয়ে কুঁচকে যেতে থাকে। একটা কাপড়ের টুকরোর মধ্যে বরফের টুকরো নিয়ে বেশ কিছুক্ষণ মুখে ঘষুন। ঠান্ডা হওয়ার কারণে ত্বক টানটান হয়ে যাবে। ত্বকে রক্ত চলাচল বাড়বে।
মুখের ব্রণ দূর করে– বরফের টুকরো মুখে ব্রণর ওপর কিছুক্ষণ ঘষলে নিমেষে দূর হবে সমস্ত ব্রণ। নিয়মিত এই উপায় করলে ব্রণর সমস্যা থেকে রেহাই পাবেন।
বরফ দিয়ে বানান ফেসপ্যাক–
১) শশার কয়েকটি টুকরো, ১-২ টুকরো পাতিলেবু ও ২-৩ টুকরো বরফ একসঙ্গে মিক্সিতে গুঁড়ো করে পেস্ট করে নিন। মিশ্রণটি আলতো ভাবে মুখে ১০ মিনিট লাগিয়ে রাখুন। ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
২) ৪-৫টি লবঙ্গ, ২-৩টি দারচিনি, ৪-৫টি বরফের টুকরো মিক্সিতে গুঁড়ো করে নিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি মুখে ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে মুখ ধুয়ে নিন। সপ্তাহে অন্তত ২ দিন করলে ত্বকের র্যাশের সমস্যা থেকে সুরাহা মিলবে।
৩) অ্যালোভেরা তৈলাক্ত ত্বকের জন্য ভালো ময়েশ্চারাইজার। অ্যালোভেরা জেলের সঙ্গে ১০-১৫টি তুলসিপাতা বেটে ও ৩-৪ টুকরো বরফ মিশিয়ে প্যাক তৈরি করে নিন। ১০-১৫ মিনিট মুখে প্যাক লাগিয়ে রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক ব্যবহার করুন।
৪) ৪-৫ চামচ কফি পাউডার ও ৩-৪ টুকরো বরফ মিশিয়ে প্যাক তৈরি করে নিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এরপর পাতলা কাপড় দিয়ে মুখ মুছে নিন। সপ্তাহে একবার করে করলে দেখুন আপনার ত্বকের জেল্লা কীভাবে ফিরে আসে।