
The Truth of Bengal,Mou Basu: রাত পোহালেই বর্ষবরণ, ইংরেজি নিউ ইয়ার। পার্টির মরসুম। সারা বছর অনেক স্ট্রেস, অবসাদে দিন কাটানোর পর প্রত্যেকেই এক’টা দিন আনন্দে, উদ্দীপনা আর হইচই করে কাটাতে চান। সারা বছরের নিয়মনীতির বেড়াজাল থেকে বেরিয়ে অনেকেই বেহিসাবি ছকে জীবন কাটান। কিন্তু উদ্দাম আনন্দের ফল হয় উল্টো। অনেকেই একা একা পার্টিতে গিয়ে বিপদে পড়েন।
একা একা পার্টিতে গেলে কোন বিষয় নজর রাখবেন–
১) পার্টিতে গ্রুপে থাকার চেষ্টা করুন। ছোট পার্টি হলেও যেখানেই যান অন্য কারোকে সঙ্গে নিয়ে যান।
২) পার্টিতে ড্রিঙ্ক করলে, লক্ষ্য রাখবেন আপনার সঙ্গে কেউ অভব্য আচরণ করছে কিনা। এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বারটেন্ডার ও বাউন্সারদের সাহায্য নিন।
৩) পার্টিতে নাচে গানে মশগুল হয়ে টেবিলে নিজের খাবার বা পানীয় ফেলে যাবেন না। তাতে অপরাধীরা খুব সহজে মাদক বা ঘুমের ওষুধ মিশিয়ে দিতে পারে। তাই সতর্ক থাকুন।
৪) পার্টিতে অচেনা অজানা কারোর কাছ থেকে কোনো খাবার বা পানীয় নেবেন না। ভদ্র, নম্র ভাবে ‘না’ বলুন। বারটেন্ডার কী মেশাচ্ছেন, সেদিকে খেয়াল রাখুন।
৫) পার্টিতে সকলে পূর্ব পরিচিত হলেও সতর্ক থাকুন। কী খাচ্ছেন আর কতটা খাচ্ছেন সেদিকে খেয়াল রাখুন।
৬) মদ না খেলে পার্টিতে গিয়ে কৌতুহলবশত মদ খেতে যাবেন না। সাজপোশাক সোবার পরুন।
৭) নিজের গাট ফিলিং বা মন কী বলছে সেদিকে নজর রাখুন। অস্বস্তিকর পরিবেশ হলে পার্টি ছেড়ে বেরিয়ে আসুন। পার্টিতে আমোদপ্রমোদের চেয়ে বেশি জরুরি নিরাপদে থাকা।
৮) পার্টিতে গেলে নিজের ব্যাগে স্ন্যাকস বা চকোলেট রাখুন।
৯) পার্টিতে কারোর সঙ্গে ঝগড়াঝাটিতে জড়াবেন না। কেউ উত্তেজিত করার চেষ্টা করলেও শান্ত থাকুন।
১০) আপনি মদ না খেলেও আপনার পানীয়তে মাদক মেশানো থাকতে পারে। সে জন্য সজাগ থাকুন। অনেক সময় মাদক মেশানো পানীয় খেলে মাথা ঝিমঝিম করবে। নিজের ওপর নিয়ন্ত্রণ থাকবে না। কারোর বদ মতলব থাকলে কেউ আপনার পানীয়তে ‘ডেট রেপ ড্রাগস’ মিশিয়ে দিতে পারে। এই মাদকের দ্রুত অ্যাকশন শুরু হয়। এই মাদক মেশানো পানীয় খেলে অচৈতন্য হয়ে পড়তে পারেন, বাধা দেওয়ার শক্তিটুকুও থাকবে না। তখন কেউ আপনার সঙ্গে অভব্য আচরণ করতে পারে।
কীভাবে বুঝবেন মাদক মেশানো পানীয় খেয়েছেন কিনা—
১) মদ না খেলেও সাধারণ মকটেল বা শরবতজাতীয় পানীয় খেয়েও নেশাতুর হয়ে পড়ছেন।
২) ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে বা চোখে অন্ধকার দেখছেন।
৩) কীভাবে পার্টিতে এলেন, কোথায় আপনার বাড়ি, আপনার নামধাম কিচ্ছু মনে পড়ছে না।
৪) কথাবার্তা জড়িয়ে যাচ্ছে।
৫) প্রচণ্ড মাথাব্যথা। অস্বাভাবিক আচরণ।
এসব সমস্যা হলে কী করবেন—
১) প্রথমেই বিশ্বস্ত কারোর সঙ্গে যোগাযোগ করুন।
২) পুলিশের সাহায্য নিন।
৩) অসুস্থ বোধ করলে হাসপাতালে বা চেনা পরিচিত ডাক্তারের কাছে যান।
৪) দ্রুত স্বাস্থ্য পরীক্ষা হলে আপনার পানীয়তে মাদক মেশানো হয়েছে কিনা তা বোঝা যাবে। মনে রাখবেন, ডেট রেপ ড্রাগস খুব তাড়াতাড়ি শরীরে মিশে যায় তাই দেরি করলে মাদকের উপস্থিতি নাও পাওয়া যেতে পারে।
৫) মানসিক ভাবে শক্ত থাকুন।
৬) আপনার ওপর যৌন নির্যাতন হয়েছে কিনা জানতে শারীরিক পরীক্ষা করানোর ওপর জোর দিন।