লাইফস্টাইল

সম্পর্ককে মজবুত করতে ব্যক্তিগত রাখতে শিখুন

Learn to keep it personal to strengthen relationships

The Truth Of Bengal, Mou Basu: সম্পর্ককে মজবুত করতে ব্যক্তিগত সম্পর্ককে ব্যক্তিগতই রাখতে শিখুন। ব্যক্তিগত রসায়ন বজায় রাখতে ও ভালোবাসার সম্পর্কের মর্যাদা বজায় রাখতে ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখা দরকার। সবার সঙ্গে ব্যক্তিগত জীবনের সমস্ত কথা শেয়ার করবেন না। গোপনীয়তা যুগলদের মধ্যে সুরক্ষিত বোধ করায়।

কেন ব্যক্তিগত সম্পর্ককে ব্যক্তিগত ও গোপন রাখবেন–

১) ব্যক্তিগত জীবন ও সম্পর্ককে যত বেশি ব্যক্তিগত রাখবেন তত বেশি অন্যদের হস্তক্ষেপ কমবে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের মতামত বিনিময় কম হবে।

২) ব্যক্তিগত জীবনের তথ্য সোশ্যাল মিডিয়ায় কম আদান-প্রদান করবেন। তাতে অনেকের অযাচিত মতামত এড়ানো সম্ভব হবে। ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়ায় খুল্লামখুল্লা করলে তাতে অনেক বেশি গসিপ বা পরনিন্দা হবে।

৩) অন্যরা আপনাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে কী মনে করেন তা গৌন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনাদের নিজেদের মতামত।

৪) ব্যক্তিগত জীবনকে গোপন রাখতে পারলে অন্যদের মতামত ও সমাজের চাপ কম হবে। ভুল বোঝাবুঝি কম হবে।

৫) নিজেদের গুরুত্ব দেওয়া যাবে। অন্যকে খুশি করার চাপ থাকবে না। অন্যদের কাছ থেকে ভ্যালিডেশন বা গুরুত্ব পাওয়ার প্রবণতা কম হবে।

৬) সম্পর্কে স্বাধীনতা বজায় রাখা জরুরি। নিজেদের মধ্যে কোয়ালিটি সময় কাটান। একে অপরের স্বপ্ন পূরণ ও লক্ষ্য পূরণে গুরুত্ব দিন।

৭) সম্পর্ক বেশি সময় অতিবাহিত করলে একঘেয়েমি চলে আসতে পারে। সেটা কাটানোর চেষ্টা করুন। অন্যদের সুখসমৃদ্ধি দেখে অনেক দম্পত্তির মধ্যে সমস্যা, সাধ্যের বেশি প্রত্যাশা তৈরি হয়। মানসিক সমস্যা, ঈর্ষা তৈরি হতে দেবেন না।

FREE ACCESS

Related Articles