
The Truth of Bengal, Mou Basu: গজানন গণেশকে বলা হয় বিঘ্নহর্তা, বিঘ্ননাশক। ব্যক্তিগত হোক কর্মজীবন, বাড়ির সব অমঙ্গল, বিপদ আপদ দূর করতে সিদ্ধিদাতা গণেশকে বাড়িতে অথবা অফিসে স্থাপন করেন।
শঙ্করাচার্য লিখেছেন, “একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং।
বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্।।”
গণেশ পুজো না করে অন্য দেবদেবীর পুজো করা যায় না। হিন্দু ধর্মে গণেশ চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। ভাদ্র মাসের চতুর্থী থেকে চতুর্দশী তিথি পর্যন্ত, এই ১০ দিন ব্যাপী গণেশ উৎসব পালন করা হয়। গণেশ চতুর্থীর অপর নাম বিনায়ক চতুর্থী।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, গণেশ ঠাকুরের পুজো করামাত্র নবগ্রহ দোষ দূর হয়। নিয়মিত গণেশ ঠাকুরের পুজো করলে নেতিবাচকতা দূর হয়ে ঋদ্ধি সিদ্ধি লাভ হয় বলে মানা করা হয়। তাই জীবনে শুভত্ব আনতে চাইলে বাড়িতে অবশ্যই রাখুন গণেশ ঠাকুরের মূর্তি। গণেশ ঠাকুরের মূর্তি আনলেই তো হল না সঠিক জায়গায় রাখা জরুরি।
- বাস্তুশাস্ত্র অনুযায়ী, পূর্ব, পশ্চিম ও উত্তর-পূর্ব দিকে গণেশ ঠাকুরের মূর্তি রাখা শুভ বলে মনে করা হয়। কোনো ভাবেই দক্ষিণ দিকে গণেশ ঠাকুরের মূর্তি রাখবেন না।
- শৌচাগার লাগোয়া দেওয়ালে গণেশ মূর্তি টাঙাবেন না। সিঁড়ির তলায়, গ্যারেজ, বেডরুমে বা শৌচাগারে গণেশ ঠাকুরের মূর্তি রাখবেন না।
- সদর দরজার দিকে পেছন ফিরে গণেশ ঠাকুরের মূর্তি রাখুন। অর্থাৎ গণেশ ঠাকুর যেন আপনার ঘরে ঢুকছেন। উল্টো যেন না হয়। বাড়ির সদর দরজার ওপর ঘরের ভেতরে গণেশ মূর্তি রাখলে কোনো অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না।
- বসা গণেশ মূর্তিকে ললিতসনা বলা হয়। এরকম মূর্তি বাড়িতে সুখ-সমৃদ্ধির জোয়ার আনে। বাড়িতে সুখ, ঐশ্বর্য, সমৃদ্ধি আনতে চাইলে একদিকে কাত হয়ে রাখা গণেশ মূর্তি রাখুন। পড়াশোনার ঘরে গণেশ ঠাকুরের মূর্তি রাখা খুবই শুভ।
- বাস্তুশাস্ত্র অনুযায়ী, কাঠের গণেশ অশুভ শক্তিকে নাশ করে জীবনে সমৃদ্ধি নিয়ে আসে। নিম, অশ্বত্থ ও আম গাছের কাঠের গণেশ রাখলে জীবনে সুখ আসে।
- হলুদ ও সাদা রঙের গণেশ ঠাকুরের মূর্তি গুডলাক নিয়ে আসে।
- ক্রিস্টালের গণেশ সব বাস্তুদোষ নির্মূল করে। রুপোর গণেশ নামযশ খ্যাতি আনে। সুস্বাস্থ্য ফেরাতে পেতলের গণেশ রাখুন।
- বাঁদিকে শুঁড়ওয়ালা গণেশ সুখ, সমৃদ্ধি, ইতিবাচকতা আনে। ডানদিকে শুঁড়ওয়ালা গণেশকে সূর্যদেবতার অংশ। মোক্ষ লাভ হয়। পুজোর আনুষাঙ্গিক আচারবিচার মেনে চলুন।
- সিঁদুর রাঙা গণেশ সমৃদ্ধি, উন্নতির জন্য রাখা শুভ। সাদা রঙের গণেশ ঠাকুরের মূর্তি সুখ, শান্তি বয়ে আনে।