মার্চের প্রথমদিনে কোনদিকে ঘুরবে আপনার ভাগ্যের চাকা? জানুন আজকের রাশিফল
Which way will your wheel of fortune turn on the first day of March? Know today's horoscope

Truth Of Bengal : আজ মার্চ মাসের প্রথম দিন। শনিবার ১ লা মার্চ, আজকের দিনে চাঁদ সারাদিন ধরে মীন রাশিতে অবস্থান করবে। আজকের দিনে সূর্যের অবস্থান রয়েছে কুম্ভ রাশিতে। আজকের তিথি অত্যন্ত শুভ। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আজ ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া তিথি। আজ রাত্রি ১২ টার পর লাগবে ফাল্গুন মাসের শুক্লা তৃতীয়া তিথি। সারাদিন ধরেই আজ থাকতে চলেছে সিদ্ধ যোগ ও সাধ্য যোগের প্রভাব। আজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ও পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অবস্থান রয়েছে। আজকে সূর্যোদয়য় হয়েছে সকাল ৫টা ৫৮ মিনিটে এবং সূর্যাস্তের সময় সন্ধে ৫টা ৪০ মিনিটে। আজ শনিবার, হিন্দু ধর্মাবলম্বীরা আজকের দিনে শনি ঠাকুরকে পুজো করেন। আজ বেশ কিছু রাশি জাতক রয়েছে যাদের সারাদিন কাটবে সুখে। আবার কিছু কিছু রাশি জাতকদের সম্মুখীন হতে হবে নানা সমস্যার। দেখে নেওয়া যাক শনিবারে কাদের ভাগ্যে সুখ এবং কাদের ভাগ্যে আজকের দিনে বিপদ ঘনিয়ে আসবে।
মেষ রাশি
মেষ রাশি জাতকদের ভাগ্য আজ খুব এক্তা ভাল নেই। তারা নিজেদের পুরোনো কাজের সুফল পেতে চলেছে। তবে একটু সাবধান মেষ রাশি জাতকরা চলার সময় হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। যদি কোন জমি জায়গা বা বিষয় সম্পত্তির ঝামেলা থাকে সেই সব কিছু আজ এড়িয়ে চলা ভাল হবে। ব্যবসার ক্ষেত্রে আজ নানাবিধ বাধা আসবে। যারা রাজনৈতিক ব্যক্তি তাদের আজ আরও জনপ্রিয়তা বাড়বে।
বৃষ রাশি
বৃষ রাশি জাতকদের ক্ষেত্রে আজ কোন পারিবারিক সমস্যা আসলেও সেই সব সমস্যার সমাধান হবে। আপনার কর্মদক্ষতা আজ কর্মক্ষেত্রে প্রশংসা পাবে। আবার সাবধান, পড়তে পারেন প্রতারণার ফাঁদে। যারা সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার আছেন তাদের ক্ষেত্রে নতুন চাকরি আসার সম্ভাবনা আছে। অনেকের ভাগ্যে রয়েছে ভ্রমণ যোগ। যাদের যাদের দুধ, সুগন্ধি এবং তেলের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে আজ ব্যবসা ভালো হবে।
মিথুন রাশি
মিথুন রাশি জাতকদের কর্মক্ষেত্রে আজ নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। বেঁছে বন্ধুত্ব করুন, নাহলে প্রতারিত হতে হবে। যারা আইনের সঙ্গে যুক্ত তাদের আজ কর্মক্ষেত্রে উন্নতি লাভের আশা রয়েছে। মিথুন রাশির জাতকরা আজ গোপন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন । কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের আজ আচমকাই হতে পারে আর্থিক প্রাপ্তি । যাদের চোখের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সেই সমস্যা বাড়বে। আইনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কেরিয়ারে আজ উন্নতির যোগ রয়েছে। তবে সাবধান, পেতে পারেন বন্ধুদের থেকে মানসিক আঘাত। বাড়ির বাড়িতে যারা প্রবীণ আছেন তাদের ক্ষেত্রে আজ নানা শারীরিক সমস্যার দেখা দিতে পারে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা আজ কাজের ক্ষেত্রে হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন । আজ আত্মীয়দের ব্যবহারে আপনাকে চোখের জল ফেলতে হবে । সিংহ রাশির জাতকরা আজ প্রস্রাবের সমস্যা,কিডনির সমস্যা বা গলার সমস্যায় ভুগতে পারেন। নতুন লগ্নি করলে সমস্যা হতে পারে। বাড়বে সন্তানের লেখাপড়া নিয়ে উৎকন্ঠা ।
কন্যা রাশি
কন্যা রাশি জাতকরা নিজের মতামতে স্থির থাকবে যে কারণে আজ অন্যের রোষের কারণ হতে পারেন । যারা চাকরিপ্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসবে। প্রভাবশালী ব্যক্তির সুনজরে পড়তে পারেন খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা। অনেকের স্নায়ুরোগের দেখা দেবে। আয়ের সঙ্গে ব্যায় বাড়ায় সঞ্চয়ের পরিমাণ কম।
তুলা রাশি
স্বামী স্ত্রীর মধ্যে ঘটতে পারে বিবাদ। তুলা রাশি জাতকদের আজকের দিনে বাড়তে পারে চোখের রোগ, সুগার ও লিভারের সমস্যা। তিক্ততা বাড়বে প্রেমের সম্পর্কে । আর্থিক মানের উন্নতি হবে সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের । কাজ যে সমস্ত কাজে উন্নতির যোগ রয়েছে তা হল সিনেমা, আইন, ইলেকট্রনিক্স এবং রাসায়নিক তৈরির কাজ।
বৃশ্চিক রাশি
প্রতিবাদ এড়িয়ে চলতে হবে। আচমকাই কোন সিদ্ধান্ত নেবেন না। কৃষিকাজ বা সবজির ব্যবসা আজ লাভজনক হবে। যারা অবিবাহিত তাদের আজ বিয়ের কথা এগোনর সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশির জাতকদের স্ত্রীরোগের প্রকোপ বাড়বে।
ধনু রাশি
আপনি গর্ব অনুভব করবেন,সন্তানের কাজ দেখে । যারা চাকরিজীবী তাদের কর্মস্থলে শত্রুতা বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। সুনাম বাড়বে শিল্পীদের । দেখা দেবে কানের সমস্যা। বাড়বে ধর্মীয় বিষয়ে আগ্রহ পাশাপাশি পেতে পারেন গুরুর সন্ধান।
মকর রাশি
মকর রাশির জাতকদের ক্ষেত্রে ভাগ্য আজ কিছুটা খারাপ, মায়ের শারীরিক অসুস্থতা বাড়াবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা আজ তর্ক-বিবাদ এড়িয়ে চলুন। যারা প্রশাসনিক ক্ষেত্রে যুক্ত তাদের আজ পদোন্নতির যোগ রয়েছে। খারাপ খাবারের জন্য দেখা দিতে পারে পেটের সমস্যা। বিবাধ ঘটতে পারে ভাই-বোনের সম্পর্কে ।
কুম্ভ রাশি
সাবধান আপনি আজ পড়ে যেতে পারেন কোন উঁচু স্থান থেকে। গুরুতর আঘাত পেতে পারেন আজ। প্রেমের সম্পর্কে আস্তে পারে তিক্ততা। কর্মক্ষেত্রে বাড়বে হতাশা । চর্মরোগ ও স্নায়ুর সমস্যায় ভুগতে হবে। মাছের ব্যবসায়ীদের আজ লক্ষ্মীবার।
মীন রাশি
ভালো হবে ছাত্রছাত্রীদের পড়াশোনার ফলাফল। লাভের সম্ভাবনা রয়েছে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে । আজ অর্থ সঞ্চয়ের তুলনায় ব্যায় হবে। যোগ রয়েছে তীর্থ যাত্রার। শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে।