আজকের দিনেলাইফস্টাইল

শুক্রবারে কী রয়েছে আপনার ভাগ্যে? জানুন আজকের রাশিফল

What's in store for you on Friday? Know today's horoscope

Truth Of Bengal: আজ ২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার। আজ আপনার সময় কতটা ভালো কাটবে জানেন? আদৌ কি ভাল কাটবে তা নিয়েও চিন্তিত! নতুন কিছুও ঘটতে পারে আজ আপনার জীবনে। কিন্তু কী ঘটবে তা না বলতে পারলেও আপনার গোটা দিনের সাম্যক ধারনা দিয়ে দেবে জ্যোতিষশাস্ত্র। একনজরে দেখে নিন আজকের রাশিফল।

মেষ: আজ আপনি সাফল্য পেতে পারেন৷ তবে উচ্চাকাঙ্খা করবেন না, মন দিয়ে নিজের কাজ করে যান। প্রেমে বিফল হওয়ার সম্ভাবনা। আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। ব্যবসায়ীদের পরিশ্রম বাড়াতে হবে আজ।

বৃষ: শিক্ষার্থীদের জন্য দিনটা ভালো। শরীর স্বাস্থ্যর ওপর খেয়াল রাখুন। ভালোমন্দ বিচার করে নিজের কাজ করুন৷ অন্যের কথায় কান দেবেন না। পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটান আজ। ত্রিকোণ প্রেমের যোগ।

মিথুন: চাকরির শুভ যোগসূত্র রয়েছে আজ। নিজের জ্ঞান বৃদ্ধি করার চেষ্টা করুন। বিদেশে থাকা বন্ধু এবং আত্মীয়ের কাছ থেকে কোনও ভালো খবর পেতে পারেন।

কর্কট: আজ বিদেশযাত্রার শুভ যোগ রয়েছে। প্রেমে বিশ্বাস হারাতে পারেন। অনেক পরিশ্রম করে স্বল্প ফল পাবেন, তাই বলে পরিশ্রম করা বন্ধ করলে চলবে না আপনাকে লড়তে হবে।

সিংহ: আজ দিনটি আপনার জন্য খুব ভালো নয়। প্রেমে বিশেষ কিছু নতুন করে ঘটনা না। তবে কাজ শেষ করতে কোনও বেগ পেতে হবেনা। কাজের ক্ষেত্রে সমস্যার দেখা দিলে তা দৃঢ় সিদ্ধান্তের মাধ্যমে সমাধান করুন।

কন্যা: কাজের জায়গায় তিক্ততার সৃষ্টি হবে৷ কাজেই সতর্ক থাকবেন। নতুন করে প্রেমে পড়তে পারেন। সময় বুঝে কাজ করবেন। বিদ্যার্থীদের মনোযোগী হওয়া প্রয়োজন।

তুলা: আজ আপনার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কলহ বা মতপার্থক্য হতে পারে। কিন্তু না রেগে তা হাসিমুখে মোকাবিলা করতে হবে। প্রেমে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা। তবে খুব একটা খারাপ যাবে না আজকের দিনটি।

বৃশ্চিক: বসের সঙ্গে মন কষাকষি হতে পারে। কাজের জায়গায় ফাঁকি দেবেন না। মেজাজ ঠান্ডা রাখার চেষ্টা করার চেষ্টা করুন। নিজের মধ্যেকার অস্থিরতা দূর করুন। নতুন কিছু শুরু করতে পারেন। প্রেমে সাফল্য। সব মিলিয়ে দিনটা খুব ভালো যাবে।

মকর: আজ আপনি আপনার সমস্ত কর্তব্য ও দায়িত্ব পালন করতে পারবেন সহজে। তবে নিজের কর্মক্ষেত্রকে প্রাধান্য দিন। বন্ধুদের সঙ্গ আড্ডায় বসুন সন্ধ্যায়। কাছের মানুষগুলোকে সময় দিন। দিনের শুরুতে কাজের চাপ থাকলেও দিন শেষে কমে যাবে।

ধনু: সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি খুব ভালো। ইতিবাচক থাকুন, সাফল্য এমনিই আসবে। নিজের পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিন, সঙ্গে পরিবারেরও। সব মিলিয়ে আজ আপনার দিনটি উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কাটবে।

কুম্ভ: দিনের শেষে শারীরিক ও মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়তে পারেন। ইর্ষাকাতর সহকর্মীরা আপনার ক্ষতি করতে পারে, তাদের থেকে সজাগ থাকুন৷ নিজেকে প্রস্তুত করতে হবে তাঁদেরকে যোগ্য জবাব দিতে ৷ সব মিলিয়ে দিনটা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে৷

মীন: কাজের জায়গায় অবান্তর কথা বলবেন না। আজ আপনি নানা বিষয়ে বিতর্কের সম্মুখীন হতে পারেন। কিন্তু সব ভুলে আপনাকে নিজের কাজের প্রতি মনোযোগী হতে হবে। পরিবারকে সময় দিন, বিশেষ করে বাবা-মাকে, তারা আপনার চিন্তিত।

Related Articles