আজকের দিনে

সন্ধিপুজোকে বলা হয় মহাপুজো, কি এর মাহাত্ম্য জানেন?

Durga Puja 2023

The Truth of Bengal, Mou Basu: সন্ধি কথার অর্থ মিলন। দুর্গাপুজোর একটি প্রধান ও উল্লেখযোগ্য আচার হল সন্ধিপুজো। এই পুজোর এক আলাদা মাহাত্ম্য আছে। সন্ধিপুজোর সময় মৃন্ময়ী মা দুর্গাকে বড়ো বেশি করে জীবন্ত লাগে। দুর্গাপুজোর ৪ দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুজো হল সন্ধিপুজো। মহাষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও মহানবমীর প্রথম ২৪ মিনিটের সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় সন্ধিপুজো। সন্ধিপুজোর ৪৮ মিনিটের সন্ধিক্ষণে দেবী দুর্গাকে চামুণ্ডা রূপে পুজো করা হয়।

সন্ধিপুজোর মাহাত্ম্য কী?

বৃহদ্ধর্মপুরাণের পূর্বখণ্ডের ২২তম অধ্যায়ের ২৯ ও ৩০ সংখ্যক শ্লোকে সন্ধিপুজোর গুরুত্বের কথা বলা হয়েছে। বৃহদ্ধর্মপুরাণে সন্ধিপুজোর মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে–

অষ্টম্যাং শেষদণ্ডশ্চ

নবম্যাং পূর্ব এব চ।

অত্র যা ক্রিয়তে পূজা

বিজ্ঞেয়া সা মহাফলা।।

অর্থাৎ আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির শেষ দণ্ড বা ২৪ মিনিট ও নবমীর প্রথম দণ্ড বা প্রথম ২৪ মিনিট বা মোট ৪৮ মিনিট সময়কালকে সন্ধিমুহূর্ত বলা হয়েছে। এই সময়ের পুজোতে মহাফল লাভ হয়। মহিষাসুরের সঙ্গে মহামায়া দেবী দুর্গার যুদ্ধের সময় দেবীকে পেছন থেকে আক্রমণ করেছিল চণ্ড আর মুণ্ড নামে মহিষাসুরের ২ সেনাপতি। চণ্ড ও মুণ্ডের সঙ্গে যুদ্ধে দেবী এক অদ্ভুত অসুরদলনী কৃষ্ণবর্ণ রূপ ধারণ করেছিলেন। ঢাল ও খড়্গ নিয়ে অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবী চণ্ড ও মুণ্ডকে বধ  করেছিলেন। দেবী দুর্গার  আর্শীবাদ নিয়ে শ্র্রীরামচন্দ্র এই মুহূর্তেই রাবণকে বধ করেছিলেন।বৃহদ্ধর্মপুরাণে বলা হয়েছে সন্ধিপুজোর অর্থ হল এক বছর ধরে মা দুর্গাকে পুজো করার সমান।সন্ধিপুজোর সময় দেবী দুর্গাকে বিভিন্ন নৈবেদ্য ছাড়াও ১০৮ পদ্মফুল ও ১০৮ জ্বলন্ত প্রদীপের অর্ঘ্য নিবেদন করা হয়।

সন্ধিপুজোর মহাক্ষণে দশভূজা দেবী দুর্গার চর্তুভূজা মুণ্ডমালিনী চামুণ্ডারূপে পুজো করা হয়।সন্ধিপুজোর সময় দেবী দুর্গা সর্ব আভরণ বিবর্জিতা।সন্ধিপুজোয় বিভিন্ন বনেদি বাড়িতে নানান নিয়মকানুন পালন করা হয়।কোনো কোনো বনেদি বাড়িতে সন্ধিপুজোর ঠিক আগে বন্দুক বা কামান দাগা হয়।কোথাও মায়ের গলায়  পরানো হয়  বেলপাতার  মালা।

Free Access

Related Articles