আজকের দিনেলাইফস্টাইল

জ্যোতিষশাস্ত্র মতে কী রয়েছে ভাগ্যে? জানুন সোমের রাশিফল

What is in your destiny according to astrology? Know your horoscope for Soma

Truth Of Bengal: রাশিফল জ্যোতিষ শাস্ত্রের অংশ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। জানুন আজকের রাশিফল।

মেষ : জীবনে সমস্যার সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। পৈত্রিক সম্পদ সুরক্ষিত রাখুন। আজ আয়ের তুলনায় ব্যয় বেশি হতে চলেছে। শীঘ্রই আপনার ব্যবসায় গ্রাহকের সংখ্যা বাড়তে চলেছে।

বৃষ : আজ বিনিয়োগের ঝুঁকি নিতে পারেন। কোন দিকে কত বিনিয়োগ করছেন তা ভেবে চিন্তে করবেন। সাংসারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে আজ।

মিথুন : নিজের ওজন নিয়ন্ত্রণ রাখুন, অধিক ওজনের জেরে অসুস্থ হয়ে পড়তে পারেন। পিতার সঙ্গে বিবাদের সম্ভাবনা। নতুন সম্পর্কে খুশি হতে পারেন। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা কমান।

কর্কট : নিজের সত্বার উপর আস্থা রাখুন। কর্মক্ষেত্রের জন্য নিজের গুণ বৃদ্ধি করুন। পরিবারের সঙ্গে আজ ভাল সম্পর্ক কাটাতে চলেছেন। আজ মায়ের থেকে প্রশংসা ও উপহার পেতে পারেন।

সিংহ : সন্তানদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে খরচ বৃদ্ধি। সঙ্গীর সঙ্গে আজ ভাল সময় কাটাতে চলেছেন। শারীরিক অবস্থার উন্নতি। প্রতিবেশিদের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে।

কন্যা : নিজের মিষ্টি কথার জন্য কর্মক্ষেত্রে ভাল ব্যবহার পাবেন। আজ নিজের রাগ-কে একটু কড়া হাতে নিয়ন্ত্রন করুন, নইলে আপনিই বিপদে পড়বেন। বাবা-মায়ের শারীরিক অবস্থার উন্নতি।

তুলা : ব্যবসায় লাভবান হওয়ার শুভ যোগ। আজ অধিক রোজগার হতে পারে। নিজেকে সর্বদা এমনই হাসি খুশি রাখুন, তাতেই আপনি ভাল থাকবেন। স্ত্রীর সঙ্গে মনমালিন্য হতে পারে আজ।

বৃশ্চিক : সাংসারিক সুখ বজায় রাখতে আজ আপনাকে আত্মসম্মান ত্যাগ করতে হতে পারে। বেকারদের কর্মযোগের সম্ভাবনা। আজ আফনি আপনার সমস্যায় বাবা-মাকে পাশে পাবেন। আপনার সঙ্গীও আপনার মনবল বাড়াবে। শিক্ষার্থিদের জন্য উচ্চশিক্ষার সুযোগ।

ধনু : আজ স্বাস্হ্য ভাল থাকবে। ব্যয়-এর তুলনায় আয় বৃদ্ধির হতে চলেছে। কর্মক্ষেত্রে নিজের মেজাজকে নিয়ন্ত্রন করতে শিখুন। আজ বিরক্তিকর অবস্থার সম্মুখীন হতে পারেন।

মকর : আধ্যাত্মিক শক্তি অনুভব কতরতে পারেন আজ। আজ সারাদিন আপনার মেজাজ ফুরফুরে থাকতে চলেছে। বাড়িতে আত্মীয় আসার সম্ভাবনা। নিজেকে আজ সতেজ অনুভব করবেন। প্রেমের পড়ার যোগ রয়েছে আজ।

কুম্ভ : ব্যস্ততার মাঝেও আপনার প্রেমিকা আজ আপনার জন্য সময় বার করবে। আজ তাঁর থেকে উপহারও পেতচে পারেন আপনি। পরিবার আজ আপনার কাজে খুশি হবে। আগে থেকে ভেবে রাখা পরিকল্পনাগুলি আজ বাস্তবায়িত করতে পারেন।

মীন : আজ আপনি কাছের মানুষদের থেকে আঘাত পেতে পারেন। সন্তানের কর্মযোগ। আপনার স্ত্রী-র জন্য আজ গর্বিত হতে চলেছেন। তবে সঙ্গীর সঙ্গে আজ সামান্য বিষয় নিয়ে ঝামেলা হতে পারে।

Related Articles