আজকের দিনে

চৈত্রের শুক্লপক্ষের দ্বিতীয়াতে ত্রিগ্রহী যোগ, অর্থ বৃদ্ধির প্রবল সম্ভাবনা থাকছে এই ৬ রাশির জাতকের

Trigrahi Yoga in the second of Chaitra's Shuklapaksha, this 6 zodiac sign has a strong possibility of increasing money

The Truth Of Bengal :  আজ ১০ এপ্রিল , বুধবার। মেষ রাশিতে অবস্থান করবে চাঁদ। পঞ্জিকা অনুসারে কাল চৈত্র মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। পালিত হবে চৈত্র নবরাত্রি দ্বিতীয়া। কাল পুজো হবে মা ব্রহ্মচারিণীর। আগামিকাল চাঁদ থাকবে মেষ রাশিতে। সেখানে আগে থেকেই অবস্থান করছে বৃহস্পতি ও বুধ। এর ফলে কাজ মেষ রাশিতে গজকেশরী যোগ ও ত্রিগ্রহী যোগের সৃষ্টি হবে। এছাড়া কাল থাকবে রবি যোগ ও প্রীতি যোগ। এর পাশাপাশি কাল বুধবারে থাকবে ভরণী নক্ষত্রের প্রভাব। আজকের দিনটি কেমন কাটবে আপনার? শিক্ষাক্ষেত্রে সফল হবেন, নাকি বিফল? আজ আপনার কর্মক্ষেত্রে কোনো সুভ যোগ আছে কিনা এই সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। এই দৈনিক রাশি ফলের দ্বারা জেনে নিন আজ আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরবে।

মেষ: সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। অম্বল-জাতীয় সমস্যা বাড়তে পারে। পিতার জন্য ভাল কিছু ব্যবস্থা গ্রহণ। নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। দাম্পত্য সম্পর্কে অশান্তির যোগ রয়েছে।

বৃষ : আচমকা বেশ কিছু অর্থলাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নেওয়ার ফলে সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে বৃষ রাশির জাতকদের। ডায়াবিটিস নিয়ে কষ্ট বৃদ্ধি। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ পাবেন। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে। প্রবাসীদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি।

মিথুন : সামাজিক সুনাম লাভের যোগ। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ হবে। বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা। চাকরির স্থানে চাপ বাড়তে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন। গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। অতিরিক্ত কথা বলায় ব্যবসায় অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

কর্কট: কাল মা দুর্গার কৃপায় আপনার জীবনের সব সংকট কেটে গিয়ে নতুন ভোরের আলো দেখা দেবে। পুরনো কোনও অসুখ থাকলে তা এবার সেরে যেতে পারে। কাল বিশেষ সাহস ও বুদ্ধির পরিচয় দিতে পারেন আপনি। পাওনা আদায়ে অশান্তি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া। পড়াশোনায় শুভ পরিবর্তন। ব্যবসায় চাপ বাড়তে পারে। পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকলেও তাতে সফল হবেন। বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত।

সিংহ : কাজের ব্যাপারে উদ্বেগ থাকলেও সুনাম পাবেন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে দেবেন না। পেটের রোগ বাড়তে পারে। কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে।

কন্যা: আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। চর্মরোগ বাড়তে পারে। নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার। প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ। চিকিৎসার খরচ বাড়তে পারে। কর্মস্থানে আপনাকে কারও কথমতো চলতে হতে পারে। আত্মীয়দের কাছ থেকে ভাল সাহায্য পাবেন। অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ।

তুলা : প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। নতুন কোনও বন্ধুর জন্য আনন্দ লাভ। স্ত্রীর কোনও কাজে শান্তি পাবেন। আর্থিক চাপ থাকবে। কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা।

বৃশ্চিক : ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। আইনি কাজের ভাল সুযোগ আসতে পারে। কোনও বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে। আশা পূরণের জন্য আনন্দ। পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে।

ধনু : ব্যবসার ক্ষেত্রে শান্তি পেতে পারেন। বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। একটু সাবধানে থাকুন, কোনও বিপদ ঘটতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে থাকায় আনন্দ লাভ। দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে।

মকর : খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। পরিবারে খরচ বৃদ্ধি। ব্যবসায় চুরি থেকে সাবধান। প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ। বাইরের অশান্তি ঘরে আসতে পারে।

কুম্ভ : দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি। অপরের উপকার করতে গেলে জন্য খরচ বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসায় উন্নতির যোগ। চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি।

মীন : ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে। বাড়িতে অনেক বন্ধুর আগমন হবে। শরীর নিয়ে কষ্ট। বুদ্ধির জোরে শত্রুজয়। ভাই-বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ। সম্মান নিয়ে টানাটানি হতে পারে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

Related Articles