শনির মার্গী অবস্থান! কোন রাশির জন্য শুভ ফল দেবে জানতে চান? দেখুন আজকের রাশিফল
Today's Horoscope

The Truth of Bengal: আজ, শুক্রবার, ১৭ নভেম্বর, আজকে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? কারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন, কর্মক্ষেত্রে কোনও শুভযোগ আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।
১। মেষ রাশি
পেটের সমস্যার কারণে ভোগান্তি হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। হাঁটাচলা একটু সাবধানে করুন। ধর্মীয় আলোচনার ক্ষেত্রে মন যাবে। বাড়তে খরচ হবে। কর্মব্যস্ত জীবন হবে।
২। বৃষ রাশি
শরীরের ভিটামিনের অভাবের কারণে রোগ হবে। বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো না খুব একটা। সংসারে বে হিসেবে খরচের কারণে অশান্তি হতে পারে। নিজের বুদ্ধির জোরে কোন স্থানে উন্নতি হবে। অতিরিক্ত ক্রোধ এড়িয়ে চলুন। শারীরিক দুর্বলতার কারণে কাজে ক্ষতি হতে পারে।
৩। মিথুন রাশি
পেটের সমস্যা আরো বাড়তে পারে। সুগারের সমস্যার কারণে ভোগান্তি হবে। সংসারে আর্থিক টানাপড়েন মিটে যাবে। একবার জনের জন্য ভাগ্য ভালো। আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা ঝামেলা এড়িয়ে চলুন। কর্ম ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন।
৪। কর্কট রাশি
শরীর গতানুগতিকভাবেই চলবে। যেকোনো কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করুন। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনবে। আধ্যাত্মিক আলোচনা আনন্দ দেবে। কাউকে সুপরামর্শ দেবেন না। বাবা মায়ের সঙ্গে ঝামেলায় এড়িয়ে চলুন। ব্যয় বাড়তে পারে।
৫। সিংহ রাশি
যে কোন প্রকার রক্তপাত থেকে সাবধানে থাকুন। বৈদ্যুতিক কোন জিনিসপত্র থেকে সাবধানে থাকুন। বাড়িতে বয়স্ক কারোর চিকিৎসার জন্য সময় ব্যয় হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ দিন। সকলের সাথে একটু বুঝে কথা বলুন।
৬। কন্যা রাশি
বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধানে থাকুন। । যেকোনো নিয়ম লঙ্ঘন না করার চেষ্টা করুন নইলে বিপদে করতে পারেন। অতিরিক্ত অর্থ ব্যয় হবে। যেকোনো ঝামেলায় এড়িয়ে চলুন।
৭। তুলা রাশি
শরীর মোটামুটি কাটবে। অতিরিক্ত দৌড়ঝাপ এড়িয়ে চলুন নয়তো অসুস্থ হতে পারেন। কোন ভুল কাজের জন্য অনুতপ্ত হতে পারেন। শত্রুদের থেকে সাবধানে চলুন। সেবামূলক কাজ আপনাকে আনন্দ দেবে। পাটকা লটারি থেকে বেশ কিছু আয় হবে।
৮। বৃশ্চিক রাশি
শরীর গতানুগতিক থাকলেও কোমরের নিচের অংশ যন্ত্রণা বাড়বে। সামাজিক সুনাম ও প্রতিপত্তি বাড়বে। যেকোনো হারিয়ে যাওয়া জিনিস উদ্ধার হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। আপনার মিষ্টি ব্যবহার সকলকে আকর্ষণ করবে।
৯ । ধনু রাশি
রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে। সাংসারিক কারণে মানসিক চাপ বাড়তে পারে। কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা প্রতিকূল। অতিরিক্ত ক্রোধ এড়িয়ে চলুন। ব্যবসায় সুখবর আসতে পারে।
১০। মকর রাশি
পেটের কারণে সমস্যা হবে। ব্যয় বাড়বে। অন্যের উপকার করতে গিয়ে নিজের বিপদ হতে পারে। নিজের বুদ্ধির জোরে পরিবারের কাছে সুনাম পাবেন। ন্যায্য পাওনা পাবেন না। খাবার আর ঘুরতে যাওয়ার ক্ষেত্রে খরচ বাড়তে পারে।
১১। কুম্ভ রাশি
পেটের সমস্যায় কষ্ট পাবেন। শরীর দুর্বল থাকবে। কংগ্রেস নিজের অংশ যন্ত্রণা বাড়বে। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো। যেকোনো ছোটখাটো রোগ অপেক্ষা করা ঠিক হবে না। প্রভাবিত করবে। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলবে। আর্থিক উন্নতি এখন নেই।
১২। মীন রাশি
শরীর গতানুগতিক চলবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে ধৈর্য ধরলে ভালো ফল আসবে। আপনার দ্বারা যে কাজটি হওয়ার সম্ভব নয় সেটি এড়িয়ে চলুন। অর্থনৈতিক সমস্যা দিন দিন বাড়তে পারে। সারাদিন আলস্যে কাটবে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। সঞ্চয় কম হবে।
FREE ACCESS