
The Truth Of Bengal : আজ, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, আজকে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? কারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন, কর্মক্ষেত্রে কোনও শুভযোগ আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।
১। মেষ রাশি
মেষ রাশির জাতকরা সঙ্গীর সহযোগিতা পাওয়ায় আনন্দিত থাকবেন। স্থায়ী সম্পত্তি ক্রয়-বিক্রয়েক ফলে বড় পরিমাণে অর্থ লাভ হতে পারে। চাকরিতে অধীনস্থদের সহযোগিতা লাভ করবেন। ব্যবসা ভালো চলবে। আয় বৃদ্ধি হবে। আঘাত পাওয়ার বা রোগ বাসা বাঁধার সম্ভাবনা রয়েছে। ব্যবসা ভালো চলবে। কোনও নতুন কাজ শুরুর চিন্তাভাবনা করে থাকলে তাতে সাফল্য লাভ করবেন। ব্যবসায়ে লাভঅ অর্জন করায় মন প্রসন্ন হবে।
ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। দরিদ্রদের বস্ত্র ও ভোজন দান করুন।
২। বৃষ রাশি
সপ্তাহের প্রারম্ভে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ে মন দিন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা। সপ্তাহের মধ্যভাগে খেলাধুলায় উন্নতি। প্রতিবেশীর সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। দুর্জন ব্যক্তির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। সপ্তাহের মধ্যভাগে চোট-আঘাত লাগার সম্ভাবনা। ব্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত সমস্যার জন্য মানসিক চাপে থাকতে হতে পারে। সন্তানভাব শুভ।
৩। মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের অপ্রত্যাশিত ব্যয় প্রকাশ্যে আসবে। ব্যয় নিয়ন্ত্রণে না-রাখলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসা কমবে। চাকরিতে কথা কাটাকাটি হতে পারে। সঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে। কাঙ্খিত কাজে বাধা উৎপন্ন হবে। চিন্তা ও অবসাদ বজায় থাকবে। আয় নিশ্চিত হবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে বুদ্ধি ও চাতুর্যের দ্বারা লাভান্বিত হবেন। নিজের প্রতিভার লাভ অর্জন করবেন। নতুন প্রকল্পে কাজ করতে পারেন, লাভ হবে।
ভাগ্য ৬৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।
৪। কর্কট রাশি
সপ্তাহের প্রথমদিকে আর্থিক চাপ বৃদ্ধি পাবে। তবে নিজে বুদ্ধির জোরে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। খাওয়া-দাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন। এই সময় পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্যের জন্য গৃহনির্মাণে বাধা পড়তে পারে। সন্তানের সব আবদার সবসময় মেনে নেবেন না। সপ্তাহের শেষের দিকে জীবনযাত্রার মান উন্নতির জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে।
৫। সিংহ রাশি
কর্মক্ষেত্রে কিছু গোলযোগ থাকলেও আগামিদিনে মিটে যাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন কর্মপ্রার্থীরা নতুন আয়ের পথ খুঁজে পাবেন। হঠাৎ কোনও খবরে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। জমি বা ফ্ল্যাট কেনার জন্য জাতকের ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা, অনাবশ্যক ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। সপ্তাহের শেষান্তে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে।
৬। কন্যা রাশি
কন্যা রাশির জাতকরা নতুন পরিকল্পনা তৈরি করবেন। কার্যপ্রাণালী উন্নত হবে। সামাজিক কাজ করার ইচ্ছা জাগবে। প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। সুখ-সাধন একত্রিত করতে পারবেন। চাকরিতে প্রভাব স্থাপন করবেন। আয়ের উৎস বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ে লাভ হবে। লগ্নির শুভ পরিণাম লাভ করবেন। পারিবারিক সহযোগিতা ও সুখ বৃদ্ধি হবে। আজ কাউকে টাকা ধার দেবেন না, কারণ সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
৭। তুলা রাশি
আজ আপনার মন ভালো থাকবে। আপনি নতুন কিছু শিখতে আগ্রহী হবেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। কর্মক্ষেত্রে আপনার সাফল্যের সম্ভাবনা রয়েছে।
৮। বৃশ্চিক রাশি
এই সপ্তাহে পেশাগত দিক ভালই যাবে। তবে পারিবারিক জীবনে কিছু সমস্যা থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা নিজ দলে সম্মানজনক পদ পেতে পারেন। অামদানি-রফতানি ব্যবসায় বাড়তি মুনাফা আসার যোগ। বিদ্যুৎ ও অাগুন থেকে সাবধানে থাকুন। সন্তানের চোখে সমস্যার জন্য পড়াশোনায় বাধা। অসৎ বন্ধুর সান্নিধ্য ত্যাগ করা উচিত। এরা অাপনাকে বিপথে চালিত করতে পারে। বাইরের কোনও ব্যক্তিকে নিয়ে পরিবারে অশান্তি।
৯ । ধনু রাশি
ধনু রাশির জাতকদের বাড়ি ও বাইরে অশান্তি থাকবে। কাজে বাধা উৎপন্ন হতে পারে। আয় কমবে ও চাকরিতে কাজের দায়িত্ব বাড়বে। লোকেরা আপনার সঙ্গে অকারণে তর্ক করবেন। দুঃসংবাদ পাওয়ায় নেতিবাচক চিন্তাভাবনা বাড়বে। ব্যবসায়ে সন্তুষ্ট থাকবেন। সঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে। কোনও কাজে তাড়াহুড়ো করবেন না।
১০। মকর রাশি
রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অতিরিক্ত ক্রোধের জন্য শরীর খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। পরিবারে কেউ কেউ আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করবে। ব্যবসায় আপনার উদ্যম ও লড়াইয়ের মনোভাব আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে।
১১। কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা পার্টি-পিকনিকের পরিকল্পনা তৈরি করবেন। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। বৌদ্ধিক কাজে সাফল্য লাভ করতে পারবেন। কোনও অভিজ্ঞ ব্যক্তির পথ প্রদর্শন লাভ করবেন। চাকরিতে অনুকূল পরিস্থিতি থাকবে। বাণী নিয়ন্ত্রণে রাখুন। সমাজে মান-সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। বিরোধী পরাজিত হবে।
১২। মীন রাশি
এই সপ্তাহে আয়-ব্যয়ের সমতা রাখা কঠিন হবে। এই সময় বহুব্যয়ের ফলে সঞ্চিত অর্থে টান পড়তে পারে। সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে গন্ডগোল বহুদূর অবধি গড়াতে পারে। সন্তানের প্রণয়ঘটিত সমস্যা অালোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন। কর্মপ্রার্থীরা নতুন ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন। খেলাধুলায় জাতকের অসামান্য সাফল্যের জন্য নামী কোম্পানিতে চাকরি হতে পারে।
FREE ACCESS